পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bagdah Nouka Baich: পরম্পরা মেনে দু'বছর পর ফের বাগদায় শুরু হল নৌ-বাইচ প্রতিযোগিতা - Started again in Bagdah

লক্ষ্মী পুজো উপলক্ষ্যে এবছর ফের নৌকা বাইচ শুরু হল উত্তর 24 পরগনার বাগদার পূর্ব হুদা এলাকায় । নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় কোদালিয়া নদীতে (Nouka Baich Started again in Bagdah) ।

Nouka Baich Bagdah
বাগদার পূর্ব হুদা এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা

By

Published : Oct 11, 2022, 11:08 PM IST

বনগাঁ, 11 অক্টোবর: গ্রামের পরম্পরা মেনে 45 বছর ধরে চলে আসছে নৌ-বাইচ । করোনার জেরে দু'বছর বন্ধ থাকার পর এবছর ফের নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হল উত্তর 24 পরগনার বাগদার পূর্ব হুদা এলাকায় (Nouka Baich Started again in Bagdah)। লক্ষ্মীপুজো উপলক্ষ্যে কোদালিয়া নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

উদ্যোক্তারা জানিয়েছেন, লক্ষ্মীপুজো উপলক্ষে গ্রামে মেলা বসে । পুজাের পরের দিন কোদালিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় । এক সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক দূর থেকে নৌকা নিয়ে বহু মানুষ আসত । আশপাশের বহু গ্রামের মানুষের নদীর দু'পাড়ে নৌকা বাইচ দেখতে ভিড় জমাত ।

তবে এখন আর আগের মত নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না । মানুষ এখন সড়ক পথে চলাচল করে । তারপর আবার নদী ছোট হয়ে যাওয়ার নৌকায় চলাচলের প্রবণতা একদমই নেই । স্থানীয় কয়েকজন মাছ ধরার জন্য কয়েকটি নৌকা তৈরি করেন । গ্রামের ঐতিহ্য বজায় রাখতে তাঁরাই মূলত এই বাইচে অংশগ্রহণ করেন ।

উদ্যোক্তা সন্তোষ বিশ্বাস জানান, করোনার জন্য দু'বছর নৌকা বাইচ ও মেলা বন্ধ রাখা হয়েছিল ৷ এ বছর আবার শুরু করা হয়েছে ৷ এটাই এখানকার প্রধান মেলা ৷ এছর নৌকা বাইচ দেখতে প্রচুর লোক এসেছে ৷

আরও পড়ুন:'রিমুভ এটিকে' নিয়ে মোহনবাগানের অন্দরে আমরা-ওরা

এবছর নৌকা বাইচ প্রতিযোগিতায় তিনটি মাত্র নৌকা অংশগ্রহণ করেছিল । যা দেখতে বাগদার পূর্ব হুদা গ্রাম-সহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমিয়েছিল । নৌকা বাইচ নির্বিঘ্নে সম্পূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছিল । পুলিশ কর্মীদের পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীও মোতায়েন করা হয়েছিল ।

বাগদার পূর্ব হুদা এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা

আরও পড়ুন:ডিআইসিসি টি20 চ্যাম্পিয়ন ভারতীয় বধির ক্রিকেট দল

প্রসঙ্গত, করোনার জন্য দু'বছর নৌকা বাইচ ও মেলা বন্ধ রেখেছিল উদ্যোক্তারা । করোনা স্বাভাবিক হওয়ায় এবছরে ফের তরুণ সংঘের পক্ষ থেকে এই নৌকা বাইচের আয়োজন করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details