বনগাঁ, 11 অক্টোবর: গ্রামের পরম্পরা মেনে 45 বছর ধরে চলে আসছে নৌ-বাইচ । করোনার জেরে দু'বছর বন্ধ থাকার পর এবছর ফের নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হল উত্তর 24 পরগনার বাগদার পূর্ব হুদা এলাকায় (Nouka Baich Started again in Bagdah)। লক্ষ্মীপুজো উপলক্ষ্যে কোদালিয়া নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
উদ্যোক্তারা জানিয়েছেন, লক্ষ্মীপুজো উপলক্ষে গ্রামে মেলা বসে । পুজাের পরের দিন কোদালিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় । এক সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক দূর থেকে নৌকা নিয়ে বহু মানুষ আসত । আশপাশের বহু গ্রামের মানুষের নদীর দু'পাড়ে নৌকা বাইচ দেখতে ভিড় জমাত ।
তবে এখন আর আগের মত নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না । মানুষ এখন সড়ক পথে চলাচল করে । তারপর আবার নদী ছোট হয়ে যাওয়ার নৌকায় চলাচলের প্রবণতা একদমই নেই । স্থানীয় কয়েকজন মাছ ধরার জন্য কয়েকটি নৌকা তৈরি করেন । গ্রামের ঐতিহ্য বজায় রাখতে তাঁরাই মূলত এই বাইচে অংশগ্রহণ করেন ।
উদ্যোক্তা সন্তোষ বিশ্বাস জানান, করোনার জন্য দু'বছর নৌকা বাইচ ও মেলা বন্ধ রাখা হয়েছিল ৷ এ বছর আবার শুরু করা হয়েছে ৷ এটাই এখানকার প্রধান মেলা ৷ এছর নৌকা বাইচ দেখতে প্রচুর লোক এসেছে ৷