সোদপুর , 4 জুন :স্ত্রী-পুত্রকে খুন করে আত্মঘাতী ব্যবসায়ী । সোদপুর বসাক বাগান এলাকার ঘটনা । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ ৷
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন পেশায় গার্মেন্টস ব্যবসায়ী সমীরকুমার গুহ ৷ লকডাউন পরিস্থিতিতে ব্যবসা করতে গিয়ে প্রচুর দেনা হয়ে যায় সমীরবাবুর ৷ বেশ কয়েকদিন ধরে চুপচাপ থাকতেন তিনি ৷ তাঁকে বাড়ির বাইরেও খুব একটা দেখা যাচ্ছিল না বলেই জানিয়েছেন স্থানীয়রা ৷
এদিন সকালে সমীর গুহর ঘর থেকে পচা গন্ধ বেরতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর ৷ তাঁরা খবর দেন খড়দহ থানায় ৷ ঘটনাস্থলে পুলিশ এসে বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তিনজনের দেহ উদ্ধার করে ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, স্ত্রী ঝুমা গুহ (48) এবং ছেলে বাবাই গুহকে(23) ধারাল অস্ত্র দিয়ে হত্যা করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সমীরকুমার গুহ ৷
সমীর গুহর লেখা সুইসাইড নোট আরও পড়ুন :অশোকনগর থেকে গ্রেফতার 3 বাইক চোর, উদ্ধার 12টি বাইক
সমীরবাবুর ঘর থেকে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে ৷ তাতে সমীরবাবু তাঁর বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছেন , তাঁর সম্পত্তি বিক্রি করে সেই টাকা দিয়ে যেন পাওনাদারদের টাকা শোধ করে দেওয়া হয় ৷ একই পরিবারের তিনজনের এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷