পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আব্বাস সিদ্দীকির বিষয়ে সুর নরম অধীরের, জিইয়ে রাখলেন জোটের জল্পনাও - আব্বাস সিদ্দীকির বিষয়ে অধীর চৌধুরি

"আব্বাস সিদ্দীকিকে নিয়ে আলোচনা চলছে । তবে,এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ।" জোটের জল্পনা জিইয়ে রেখে বললেন অধীর চৌধুরি ।

অধীর চৌধুরি
অধীর চৌধুরি

By

Published : Jan 15, 2021, 4:36 PM IST

Updated : Jan 15, 2021, 6:42 PM IST

বারাসত, 15 জানুয়ারি : সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্রর পর এবার ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দীকির বিষয়ে নরম মনোভাব দেখালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । তাঁর সঙ্গে জোটের প্রস্তাবও সরাসরি খারিজ করলেন না তিনি । শুক্রবার সকালে পুরনো রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন অধীর চৌধুরি ।আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, "আব্বাস সিদ্দীকিকে নিয়ে আলোচনা চলছে । তবে,এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ।" অধীরবাবুর কথায়,"কারও সঙ্গে কথা বলতে তো আপত্তি নেই !সূর্যকান্ত মিশ্র কী বলেছেন,তা আমার জানা নেই । এই বিষয়ে হয়ত বাম নেতাদের সঙ্গে আলোচনা হয়ে থাকতে পারে । তবে,আব্বাস সিদ্দীকির বিষয়ে আমাদের কোনও আলোচনা হয়নি ।"

আব্বাস সিদ্দীকিকে জোটে নেওয়ার বিষয়ে বামেদের সঙ্গে কংগ্রেসের কোনও আলোচনা হয়েছে ? উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "আমরা জোটে রয়েছি ঠিকই ।তবে,কারও সঙ্গে আলাদা আলাদা ভাবে আলোচনা হতেই পারে । জোটের নেতারা যখন সামনে বসে আলোচনা করব, তখন আব্বাস সিদ্দীকির বিষয়ে প্রস্তাব এলে আলোচনা হতেই পারে । তবে, সেই প্রস্তাব এখনও আসেনি ।"

কী বললেন অধীর চৌধুরি ?

আব্বাস সিদ্দীকির বিষয়ে অধীর চৌধুরি আরও বলেন,"উনি(আব্বাস সিদ্দীকি) কী বলেছেন তা আমি জানি না । তবে, আমরা আগেই গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে সঙ্গে নিয়ে লড়াই করার কথা বলেছি ।"

আরও পড়ুন : আব্বাস সিদ্দিকি সাম্প্রদায়িক নয়, একথা শিশুও বিশ্বাস করবে না: তথাগত রায়

মিমের সঙ্গে আব্বাস সিদ্দীকির যদি জোট হয় তখন বাম-কংগ্রেসের ভূমিকা কি হবে ? এর জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "কি করে হবে ! মিম তো সাম্প্রদায়িক দল "।

প্রসঙ্গত, কয়েকদিন আগে বারাসতে জেলা সিপিআইএম-এর কার্যালয়ে দলীয় বৈঠকে যোগ দিতে এসে আব্বাস সিদ্দীকির সম্পর্কে নরম মনোভাব দেখিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র । তিনি বলেন, "আব্বাস সিদ্দীকির মন্তব্য সাম্প্রদায়িক নয় । ওঁর মন্তব্য শুনেছি । উনি কোনও ধর্মীয় স্লোগান দেননি । আদিবাসী, দলিত সহ নিপীড়িত মানুষকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রামের মঞ্চের কথা বলেছেন তিনি "।

এর আগে অবশ্য বামনগাছিতে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দীকি সাংবাদিকদের বলেছিলেন, নিপীড়িত মানুষের লড়াইয়ে তিনি বাম ও কংগ্রেসকেও পাশে পেতে চান । এই নিয়ে বাম ও কংগ্রেসের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি ।

Last Updated : Jan 15, 2021, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details