অশোকনগর, 13 জুলাই: লকডাউনের সময় থেকেই বিনামূল্যে খাবার বিতরণ করা শুরু করেছিল রাজ্য CPI(M) কর্মীরা ৷ সেই উদ্যোগই বর্তমানে গণ রন্ধনশালা বা কমিউনিটি কিচেনে পরিণত হয়েছে ৷ রবিবার উত্তর 24 পরগনার অশোকনগরে একটি গণ রন্ধনশালার অনুষ্ঠানে যোগ দিয়ে অভিনেতা ও বামপন্থী বুদ্ধিজীবী বাদশা মৈত্র জনপ্রতিনিধিদের সম্পত্তির শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন ৷
খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘ জনপ্রতিনিধিরা ভোটে দাঁড়ানোর সময় হলফনামায় কত সম্পত্তি দেখিয়েছিলেন আর এখন তাঁদের সম্পত্তি কত, তার একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক । তাহলেই বোঝা যাবে কোন জনপ্রতিনিধি মানুষের জন্য কী করেছেন । প্রয়োজনে একটা নিরপেক্ষ কমিটি তৈরি করা হোক । সেই কমিটির অধীনে এই শ্বেতপত্র প্রকাশের কাজ শুরু করা হোক ।’’
রাজ্য সরকারের সমোলোচনা করে তিনি বলেন, ‘‘যদি সরকারের তরফ থেকে সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়া হত, তাহলে খাবারের জন্য মানুষকে লাইন দিতে হত না ৷ দু’টাকা কেজি দরে চাল দেওয়া নিয়ে দেশ জুড়ে গর্ব করে বেড়ানো হয়, ওই চাল কি মুখে দেওয়া যায়? রাজ্যের মানুষের বেহাল দশা বলেই দু’টাকা কেজি দরে চাল দিতে হচ্ছে আপনাদের ৷’’