শ্যামনগর, 13 মার্চ : প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে 4 বছরের এক শিশুর ওপর অ্যাসিড হামলার অভিযোগ (Acid Attack on Child) উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনা শ্যামনগর নিরঞ্জন সেন পল্লি পন্ডিত পুকুর এলাকায় ৷ অভিযুক্ত ব্যক্তির নাম বিপ্লব দত্ত ৷
স্থানীয়দের দাবি, প্রতিবেশী টুম্পা সরকারের সঙ্গে বিপ্লব দত্তের দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল ৷ প্রায়ই দই প্রতিবেশীর মধে ঝামেলা বাঁধত ৷ তার জেরেই আজ টুম্পার সন্তানকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে ওই ব্যক্তি ৷ ঘটনার পর মারমুখী জনতা ওই ব্যক্তিকে উত্তম মধ্যম দেয় ৷ এরপর অভিযুক্তকে জগদ্দল থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা ৷ আক্রান্ত শিশুটিকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷