পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিন রাজ্যে পালানোর ছক বানচাল, বনগাঁয় স্ত্রীকে খুনে হাওড়া থেকে গ্রেফতার অভিযুক্ত - Bangaon

Husband Kills Wife in Bangaon: ভিন রাজ্যে পালানোর ছক বানচাল করে দিল পুলিশ ৷ বনগাঁয় মেয়ে-জামাইয়ের বাড়িতে এসে স্ত্রীকে খুন ৷ হাওড়া থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত স্বামীকে ৷ আজ তাঁকে আদালতে পেশ করা হয় ৷ তবে কী কারণে খুন, পুলিশ তদন্ত করে দেখছে ৷

Bangaon murder case
স্ত্রীকে খুন স্বামী

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 7:41 PM IST

বনগাঁয় স্ত্রীকে খুনে হাওড়া থেকে গ্রেফতার অভিযুক্ত স্বামী

বনগাঁ, 14 জানুয়ারি:মেয়ে-জামাইয়ের বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল । বনগাঁ থানার ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েতের চড়ুইগাছি গ্রামের বাসিন্দা অভিযুক্ত । স্ত্রীকে খুনের অভিযোগ পেয়ে হাওড়া ময়দান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে উত্তর 24 পরগনার বনগাঁ থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, হাওড়া থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ছক ছিল বিশ্বজিতের । ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চড়ুইগাছির বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে নবদ্বীপের পূর্ণিমার বিয়ে হয়েছিল । অভিযোগ, জুয়া ও মদের নেশায় আসক্ত ছিলেন বিশ্বজিৎ । ঠিক মতো কাজ কর্ম করতেন না । সংসার চালাতে লোকের বাড়িতে কাজ করতেন পূর্ণিমাই । যাকে কেন্দ্র করে বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো । মদ্যপ অবস্থায় পূর্ণিমাকে মারধর করতেন বিশ্বজিৎ বলেও অভিযোগ । সম্প্রতি বিশ্বজিতের সঙ্গে পূর্ণিমার অশান্তি চরমে পৌঁছলে বিবাহ বিচ্ছেদের পরিকল্পনাও নিয়েছিলেন তাঁরা । অশান্তির জেরে বৃহস্পতিবার সকালে পূর্ণিমা বনগাঁ কালোপুর খড়ের মাঠ এলাকায় তাঁর বড় মেয়ের বাড়িতে চলে আসেন ।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সেখানে বিশ্বজিৎ তাঁর এক প্রতিবেশীকে নিয়ে আসেন এবং পূর্ণিমাকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করেন । তখন পূর্ণিমা তাঁকে জানান, তিনি আর বিশ্বজিতের সঙ্গে সংসার করবেন না । অভিযোগ, এই কথা শুনে বিশ্বজিৎ পূর্ণিমাকে ছুরি দিয়ে একাধিকবার এলোপাথাড়েভাবে কুপিয়ে পালিয়ে যান । তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্বজিতের সঙ্গে আসা সদানন্দ মণ্ডল । তাঁর চিৎকারে পূর্ণিমার বড় মেয়ে এসে দেখে মা খাটে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন । তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় পূর্ণিমাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

পরবর্তীতে শনিবার বিশ্বজিতের নামে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে তাঁর মেয়ে মৌ মণ্ডল । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে হাওয়া ময়দান থেকে বিশ্বজিৎকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:

  1. মেয়ে-জামাইয়ের বাড়িতে গিয়ে স্ত্রীকে খুন, পলাতক অভিযুক্ত
  2. শান্তিপুরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে 'খুন', পলাতক স্বামী
  3. 36 ঘণ্টা আগেই শ্বাসরোধ করে হত্যা, সন্তান খুনে অভিযুক্ত 'ব্রিলিয়ান্ট মহিলা'

ABOUT THE AUTHOR

...view details