পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Alligation of Minor Girl Rape : সন্তান প্রসব 15 বছরের নাবালিকার, ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক - accused arrested on minor girl rape

ধর্ষণের ফলে সন্তান প্রসব করল 15 বছরের নাবালিকা। সোমবার বনগাঁ মহকুমা হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেয় ওই নাবালিকা। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ (accused arrested on minor girl rape) ।

Minor Girl Rape
ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

By

Published : May 13, 2022, 6:21 PM IST

গোপালনগর, 13 মে : নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক ৷ যুবকের নাম সৌমেন পাড়ে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ (accused arrested on minor girl rape) ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আড়াই বছর আগে গোপালনগর থানা এলাকায় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় সৌমেন। সম্প্রতি নাবালিকার সঙ্গে সম্পর্ক ছিন্নও করে দিয়েছে ওই যুবক। অভিযোগ, সম্পর্কে থাকার সময় নাবালিকাকে ফুসলিয়ে বৈরামপুরের একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সৌমেন। যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পরে ওই নাবালিকা। লোক-লজ্জার ভয়ে পরিবারের কাউকে কিছু বলতে সাহস পায়নি সে।

অন্যদিকে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পেরে নাবালিকার সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছিল সৌমেন। গত সোমবার নাবালিকার পেটে ব্যাথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁদের জানায় মেয়েটি অন্তঃসত্ত্বা। ওইদিনই রাতে হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেয় নাবালিকা।

ধর্ষণের ফলে সন্তান প্রসব নাবালিকার

আরও পড়ুন :Purulia Job Fraud : চাকরির দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার 4

পরবর্তীতে মেয়ের সঙ্গে কথা বলে সৌমেনের কথা জানতে পারে পরিবারের সদস্যরা। সৌমেনের নামে গোপালনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগ পেয়ে তদন্তে নেমে শুক্রবার সকালে সৌমেনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সৌমেনকে নিজেদের হেপাজত চেয়ে শুক্রবার বনগাঁ আদালতে পেশ করে গোপালনগর থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details