হাড়োয়া, 23 ডিসেম্বর : চা খাওয়া নিয়ে গন্ডগোলের জেরে গুলি। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ । ঘটনায় জখম দুই ব্যক্তি। উত্তর 24 পরগনার হাড়োয়া থানার খাসবালান্ডা এলাকার ঘটনা। আহতরা কলকাতা RG কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷
চায়ের দোকানে বচসা, গুলি-বোমাবাজির অভিযোগ - N24 Bombing
চা খাওয়া নিয়ে গন্ডগোলের জেরে গুলি, বোমাবাজির অভিযোগ স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে ৷ ঘটনায় জখম দুই ৷ আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল 10টা নাগাদ সামলা বাজারে চা খেতে যান সঞ্জয় রায় নামে এক প্রবীণ। সেই চায়ের দোকানে বসেছিল শেখ নাদু ও শেখ মোশারফ নামে দুই যুবক । কাকে প্রথমে চা দেবে দোকানদার, তা নিয়ে তর্ক বাধে সঞ্জয় ও নাদুর মধ্যে ৷ কথা কাটাকাটি শুরু হয়। আচমকা শেখ নাদু কোমর থেকে পিস্তল বের করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থানে লুটিয়ে পড়ে সঞ্জয়। ঘটনায় শেখ গিয়াসউদ্দিন নাম আরও একজন ব্যক্তি জখম হয় । আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা । শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
অন্যদিকে এই ঘটনার পর শেখ নাদুর দল সামলা বাজারে বোমাবাজি করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ নাদু এলাকায় কুখ্যাত দুষ্কৃতী । তার নামে আগেও বেশ কয়েকটি অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ঘটনায় শেখ নাদু ও শেখ মোশারেফসহ সাতজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতদের পরিবার । ঘটনার পর থেকে পলাতক ওই দুই দুষ্কৃতী।