পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল নেতাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

বারাসত 12 নম্বর রেলগেটের রেলব্রিজের নিচে হকারদের দোকান দেওয়ার ব্যবস্থা করেছিল তৃণমূলের হকার ইউনিয়ন । মোট 290 টি দোকান রয়েছে এখানে । সংগঠন পরিচালনার জন্য INTTUC নেতারা দোকান পিছু প্রতিমাসে 30 টাকা করে নিতেন । এছাড়া নতুন দোকান পাইয়ে দেওয়ার নামে কারও থেকে 80 হাজার আবার কারও থেকে 15 কিংবা 25 হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ ।

By

Published : Nov 18, 2019, 1:28 PM IST

Updated : Nov 18, 2019, 3:26 PM IST

দেখুন

বারাসত , 18 নভেম্বর : দোকান পাইয়ে দেওয়ার নামে প্রায় 9 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠল বারাসতের তৃণমূলের শ্রমিক সংগঠনের তিন নেতার বিরুদ্ধে । অভিযোগ, একপক্ষ সেই টাকা মিটিয়ে দিতে সম্মত হওয়ায় হামলা ও মারধর করে অন্যপক্ষ । এই ঘটনা ঘিরে রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় বারাসত 12 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় । রাতে অভিযুক্ত তিন তৃনমূল নেতা সহ হামলাকারীদের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তরা । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

বারাসত 12 নম্বর রেলগেটের রেলব্রিজের নিচে হকারদের দোকান দেওয়ার ব্যবস্থা করেছিল তৃণমূলের হকার ইউনিয়ন । মোট 290 টি দোকান রয়েছে এখানে । সংগঠন পরিচালনার জন্য INTTUC নেতারা দোকান পিছু প্রতিমাসে 30 টাকা করে নিতেন । এছাড়া নতুন দোকান পাইয়ে দেওয়ার নামে কারও থেকে 80 হাজার টাকা, আবার কারও থেকে 15 কিংবা 25 হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ ।

2011 সাল থেকে সেই সমস্ত টাকা INTTUC নেতা পপি সেনগুপ্ত, চাঁদু বন্দ্যোপাধ্যায় ও মানিক কর্মকার আত্মসাৎ করেছে বলে অভিযোগ । দীর্ঘদিন ধরেই তৃণমূল হকার্স ইউনিয়নের তরফে সেই টাকার হিসাব চাওয়া হলেও দিতে পারেননি ওই নেতারা । তাঁদের বারবার টাকা মিটিয়ে দেওয়ার কথা বলা হয় । কিন্তু ওই নেতারা তা কানে তোলেননি বলে অভিযোগ ।

টাকা যাতে দিতে না হয়, সেইজন্য রবিবার সন্ধ্যায় বহিরাগতদের এনে ব্রিজের নিচে দোকানদারদের উপর চড়াও হন ওই নেতারা । মারধর ও হুমকি দেওয়া হয় কয়েকজনকে । এমন কী, তৃণমূলের স্থানীয় এক মহিলা নেত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ‌ । রাতেই 3 তৃণমূল নেতা সহ হামলাকারীদের বিরুদ্ধে বারাসত থানায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয় ।

তৃণমূল হকার্স ইউনিয়নের নেতা বাম্পি চট্টোপাধ্যায় বলেন, "কখনও চৈত্র সেল, আবার কখনও পুজোর সেল বসিয়ে গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে আত্মসাৎ করেছে পপি সেনগুপ্ত, চাঁদু ব্যানার্জি ও মানিক কর্মকার । 2011 সাল থেকে 2018 সালের মার্চ পর্যন্ত 8 লাখ 84 হাজার টাকা তুলেছে তারা । বারবার চাইলেও হিসাব দিতে পারেনি । টাকা যাতে দিতে না হয়, সেইজন্যই এরা বহিরাগতদের এনে হামলা চালায় । "

ভিডিয়োয় দেখুন..

গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি আরও বলেন, "মুষ্টিমেয় কিছু যুবক দলের নাম ভাঙিয়ে এই কাজ করেছে । আমরা তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলাম । মমতা ব্যানার্জির দলে এই ধরনের ঘটনা আমরা বরদাস্ত করব না । "

বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় বলেন, "আমাদের দলে দুর্নীতির কোন‌ও জায়গা নেই । যারাই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দল উপযুক্ত ব্যবস্থা নেবে । " তৃণমূল হকার ইউনিয়নের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানা । হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ ।

Last Updated : Nov 18, 2019, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details