বারাসত, 9 অক্টোবর : আজ সকালে আমডাঙায় 34 নম্বর জাতীয় সড়কে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনায় 10 জন বাসযাত্রী আহত হয় ৷ তাদের উদ্ধার করে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ৪ জনের আঘাত গুরুতর ৷ তাদের বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনাস্থানে পুলিশ এসে বাস ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় ৷
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত 10
বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১০ ৷ ঘটনাস্থানে পুলিশ এসে বাস ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় ৷ স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে আমডাঙা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ন'টা নাগাদ সাধনপুরের SSB ক্যাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে ৷ যাত্রী বোঝাই বাসটি বারাসতের দিকে যাচ্ছিল ৷ উলটো দিক থেকে আসছিল একটি ট্রাক ৷ আচমকাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাসটিতে ৷ এর ফলে বাসের সামনে ও পাশের অংশ দুমড়ে যায় ৷ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটিও ৷ দুর্ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয় 34 নম্বর জাতীয় সড়কে ৷
দুর্ঘটনার পরই ঘটনাস্থানে পুলিশ এসে আহত যাত্রীদের উদ্ধার করে ৷ বাসের চালক সহ 4 জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় বারাসত জেলা হাসপাতালে ৷ উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন," দুর্ঘটনার পরই ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ৷ তাঁর খোঁজ চলছে ৷ "