পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"থাপ্পড় মেরে পাড়া থেকে উঠিয়ে দেব", যুবতিকে হুমকি তৃণমূল কাউন্সিলরের - কাঁচরাপাড়া

মাইক বাজানোর প্রতিবাদ করার জের ৷ তৃণমূল কাউন্সিলরের আক্রমণের মুখে পড়লেন যুবতি ৷ তাঁকে মারধরের অভিযোগও উঠেছে ৷

iamge
কাউন্সিলর এর হাতে নিগৃহীত তরুণী

By

Published : Dec 9, 2019, 10:31 AM IST

Updated : Dec 9, 2019, 3:31 PM IST

কাঁচরাপাড়া, 9 ডিসেম্বর : তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় যুবতিকে হেনস্থার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে ৷ কাউন্সিলরের নাম উৎপল দাশগুপ্ত ৷ যুবতি ও কাউন্সিলর দু'জনেই ওই পৌরসভার 20 নম্বরের ওয়ার্ডের বাসিন্দা ৷ সামনে এসেছে ঘটনার ভিডিয়ো ৷ তবে এই ভিডিয়োর সত্যতা ETV ভারত যাচাই করেনি ৷ ওই কাউন্সিলরের নামে বীজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতি ৷

কাঁচরাপাড়ায় কাউন্সিলরের হাতে নিগৃহীত তরুণী

এই ঘটনার পর যুবতি নিজেই ভিডিয়োটি সামনে আনেন ৷ সেখানে দেখা যাচ্ছে, উৎপল দাশগুপ্ত নামে ওই কাউন্সিলরের সঙ্গে তাঁর বাদানুবাদ হচ্ছে ৷ কাউন্সিলর তাঁকে হুমকি দিচ্ছেন ৷ বলছেন, " সুরশ্রীর অভিযোগ, কাউন্সিলরের হাতে হেনস্থার পর পরই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তবে পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি ৷ ঘটনায় কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তাঁকে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি ৷

Last Updated : Dec 9, 2019, 3:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details