পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালীপুজোর পরই বিয়ে হওয়ার কথা ছিল, যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার হাবরায় - হাবড়ার শানপুকুর ঘোষপাড়া

মৃত যুবতির কাকা রাজু ঘোষ বলেন, "কালীপুজোর পরই অনুরাধার বিয়ে হওয়ার কথা ছিল । কী কারণে এমন ঘটনা ঘটল তা আমরাও বুঝতে পারছি না ।"

A young woman attempts to suicide
আত্মঘাতী যুবতি

By

Published : Nov 8, 2020, 10:36 AM IST

হাবরা, 8 নভেম্বর : কালীপুজোর পরই বিয়ে হওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবতি । উত্তর 24 পরগনার হাবরার শানপুকুর ঘোষপাড়া এলাকার ঘটনা ।

মৃতের নাম অনুরাধা ঘোষ (21) । তিনি হাবরা শ্রীচৈতন্য কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী । স্থানীয় এক যুবকের সঙ্গে অনুরাধার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল । ওই যুবক রাজ্য পুলিশে কর্মরত । দুই পরিবার আলোচনা করে কালীপুজোর পরই তাঁদের বিয়ে ঠিক করে । শুক্রবার দুপুরে ওই যুবকের সঙ্গে মোবাইল ফোনে অনুরাধার কিছুক্ষণ কথা হয় । তারপর তিনি ঘরের ভিতর থেকে দরজা লাগিয়ে দেন । এরপর বিকেল তিনটে নাগাদ ডাকাডাকি করলে তাঁর সাড়া পাওয়া যায়নি । সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে ঢোকেন বাড়ির সদস্যরা । সিলিং ফ্যান থেকে তাঁর দেহ ঝুলতে দেখেন তাঁরা ।

মৃত যুবতির কাকা রাজু ঘোষ বলেন, "কালীপুজোর পরই অনুরাধার বিয়ে হওয়ার কথা ছিল । কী কারণে এমন ঘটনা ঘটল তা আমরাও বুঝতে পারছি না ।"

ABOUT THE AUTHOR

...view details