ঘোলা, 25 মে: জুয়ার আসরে পুলিশের হাত থেকে বাঁচতে পানা পুকুরে ঝাঁপ যুবকের ৷ বুধবার সকালে ওই পুকুর থেকে উদ্ধার হয়েছে যুবকের মৃতদেহ ৷ মৃত বিশাল দাস (26) উত্তর 24 পরগনার আগরপাড়ার উষুমপুর এলাকার বাসিন্দা (Young Man Drowned in a Pond)৷
জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় একটি পানা পুকুরে যুবকের মৃতদেহ ভেসে উঠতেই চাঞ্চল্য ছড়ায় ৷ স্থানীয়রা দেহটি দেখতে পেয়েই পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে এসে ডুবুরি নামিয়ে যুবকের দেহ উদ্ধার করে পুকুর থেকে । মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পলিশ ৷ যুবকের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে তদন্তের দাবি জানিয়েছে ৷
স্থানীয় সূত্রে খবর উষুমপুরের হাটখোলা মাঠে জুয়ার ঠেকে মঙ্গলবার রাতে অভিযান চালায় ঘোলা থানার পুলিশ । অভিযোগ সেই জুয়ার আসরে ছিল আগরপাড়ার তারাপুকুরের বাসিন্দা বিশাল দাস । পুলিশ দেখে সেখান থেকে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় ওই যুবক । এরপর পুলিশ চলে যায় ৷ কিন্তু রাতের বেলায় যুবক বাড়ি না-ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয় ৷ বুধবার সকালে উদ্ধার হয় ওই যুবকের দেহ ৷
পুলিশের তাড়ায় জুয়ার আসর ছেড়ে পালাতে গিয়ে মৃত্যু যুবকের আরও পড়ুন : Businessman shot : জুয়ার আসরে বচসার জেরে মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী
ঘটনার পরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে মৃতের পরিবারের পক্ষ থেকে ৷ জলে ঝাঁপ দেওয়ার পরেও ওই যুবকে উদ্ধার না করে পুলিশ কেন চলে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ কেনই বা বিষয়টি পরিবারের লোকজনকে জানান হল না ৷