পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী বৃদ্ধ - ধর্ষণ

পুলিশ সূত্রে খবর, বিশেষভাবে সক্ষম ওই যুবতীর মা ও বাবা দিনমজুরির কাজ করেন ৷ বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না তাঁরা ৷ অভিযোগ সেই সুযোগেই রমজান বাড়িতে ঢুকে তাঁকে একাধিকবার ধর্ষণ করে ৷ ওই যুবতী প্রথমে ভয়ে বাড়িতে কিছুই জানাননি ৷ পরবর্তী সময়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ৷ তখনই পরিবারের লোকজনের নজরে বিষয়টি আসে ৷

a old person arrested in north 24 pargana for rape a special girl
বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী বৃদ্ধ

By

Published : Jan 23, 2021, 8:44 PM IST

উত্তর 24 পরগনা, 23 জানুয়ারি : বিশেষভাবে সক্ষম এক যুবতীকে ধর্ষণের অভিযোগে বছর 65-র এক বৃদ্ধকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোপালনগর থানার চামটা গ্রামে ৷ পুলিশ জানিয়েছে, ধৃত ওই বৃদ্ধের নাম রমজান আলি মণ্ডল ৷ তার বাড়ি ওই যুবতীর পাড়াতেই ৷

পুলিশ সূত্রে খবর, বিশেষভাবে সক্ষম ওই যুবতীর মা ও বাবা দিনমজুরির কাজ করেন ৷ বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না তাঁরা ৷ অভিযোগ সেই সুযোগেই রমজান বাড়িতে ঢুকে তাঁকে একাধিকবার ধর্ষণ করে ৷ ওই যুবতী প্রথমে ভয়ে বাড়িতে কিছুই জানাননি ৷ পরবর্তী সময়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ৷ তখনই পরিবারের লোকজনের নজরে বিষয়টি আসে ৷ তখন তাঁকে জিজ্ঞাসা করা হলে রমজানের বিষয়ে বাড়ির লোককে অভিযোগ করেন ওই যুবতী ৷

আরও পড়ুন : খাবারের লোভ দেখিয়ে দুই শিশুকে অপহরণ, ধৃত যুবক

শনিবার সকালে নির্যাতিতার পরিবারের তরফে গোপালনগর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷ আজ বিকেলে রমজানকে পুলিশ গ্রেপ্তার করেছে ৷ রবিবার ধৃতকে আদালতে পেশ করা হবে ৷ নির্যাতিতা যুবতীর মা অভিযোগ করেছেন, তাঁরা বাড়ির বাইরে গেলে রমদান সেই সুযোগটাই কাজে লাগাত ৷ তাঁদের মেয়েকে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করেছে সে ৷ তাঁরা রমজানের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details