পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রকাশ্যে কুপিয়ে খুন ; গ্রেফতার এক - হাবরা হাসপাতাল

অশোকনগর থানার নতনি বাজার এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হল ৷ মৃতের নাম মিলন ঘোষ ৷ ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর ও হাবরা থানার বিশাল পুলিশ বাহিনী ৷ পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ তদন্তে উঠে এসেছে অভিযুক্ত অপু কাহারের স্ত্রীর সঙ্গে মিলনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ আর তার জেরেই এই খুন ৷

এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন
এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন

By

Published : Jul 23, 2021, 5:07 PM IST

অশোকনগর, 23 জুলাই : ভরা বাজারে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে ছুরি মেরে খুন করা হল ৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার নতনি বাজার এলাকায়। মৃতের নাম মিলন ঘোষ (33)। তিনি অশোকনগর দে পাড়ার বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর ও হাবড়া থানার বিশাল পুলিশবাহিনী ৷ পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতনি বাজারে মিলনের ওষুধের দোকান আছে, প্রতিদিনের মতো এদিনও সকালে তিনি দোকান খুলে ছিলেন ৷ সাড়ে দশটা নাগাদ দোকান থেকে রাস্তায় বের হন মিলন ৷ সেই সময় এক যুবক তাঁর উপর হামলা চালায় ৷ তাঁর পেটে একাধিকবার ছুরি মারে ওই যুবক। ওখানেই লুটিয়ে পড়েন মিলন ৷ স্থানীয়রা মিলনকে আহত অবস্থায় হাবড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : নিমতায় তৃণমূল কর্মী খুনে আটক 2 বিজেপি কর্মী

এরপর পালাতে গেলে অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। বেধড়ক মারধর করা হয় তাকে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ আসে ৷ তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অপু কাহার। অশোকনগর কোটালপুর এলাকার বাসিন্দা সে। অপু কাহারের স্ত্রীর সঙ্গে মিলনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ অপু কাহার, মিলন ঘোষকে সম্পর্কের বিষয়ে সাবধান করে দিলেও মিলন শোনেননি ৷ এরপরই মিলনকে কুপিয়ে খুন করে ধৃত অপু ৷

আরও পড়ুন :Malda Murder: ইদের মেলায় বচসা, কুপিয়ে খুন যুবককে

বর্তমানে গুরুতর আহত অবস্থায় অপুও হাবড়া হাসপাতালে ভর্তি। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নতনি বাজার এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷

ABOUT THE AUTHOR

...view details