পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

minor-girl-rape : ভাটপাড়ায় নাবালিকা ধর্ষণে গৃহশিক্ষিকার স্বামী গ্রেফতার - পকসো

নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত গৃহশিক্ষিকার স্বামী ৷ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানা এলাকায় ৷ অভিযোগ টিউশনের পড়া শেষ হওয়ার পর, নাবালিকাকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত সুব্রত মণ্ডল ৷ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

a-minor-girl-rape-by-home-tutors-husband-in-bhatpara-north-24-pargana
ভাটপাড়ায় নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত গৃহশিক্ষিকার স্বামী

By

Published : Jul 25, 2021, 3:41 PM IST

ভাটপাড়া (উত্তর 24 পরগনা), 25 জুলাই : গৃহশিক্ষিকার স্বামীর লালসার শিকার হল এক নাবালিকা ৷ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানা এলাকায় ৷ অভিযোগ পড়া শেষ হয়ে যাওয়ার পর তাকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত সুব্রত মণ্ডল ৷ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ ৷ নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, ভাটপাড়ার বাসিন্দা ওই নাবালিকা বাড়ির পাশেই এক মহিলার কাছে টিউশন পড়তে যেত ৷ রবিবার সন্ধ্যায় সে টিউশন পড়তে যায় ৷ অভিযোগ পড়া শেষ হয়ে গেলে, গৃহশিক্ষিকার স্বামী সুব্রত মণ্ডল তাকে ভুল বুঝিয়ে সবার নজর এড়িয়ে ছাদে নিয়ে যায় ৷ সেখানেই তার উপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্ত ৷ বাড়ি ফেরার পর মেয়েকে কাঁদতে দেখে তার মা কী হয়েছে তা জানতে চান ৷ তখনই ওই নাবালিকা মা’র কাছে সব জানায় ৷ এর পর তিনি বিষয়টি বাড়ির অন্যান্যদের জানালে সবাই মিলে ওই গৃহশিক্ষিকার বাড়ি যায় ৷ সেখানে সুব্রত মণ্ডলকে চেপে ধরতেই সে সব স্বীকার করে বলে পুলিশ সূত্রে খবর ৷

আরও পড়ুন : 5 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত

নির্যাতিতার পরিবারের তরফে পুলিশে খবর দেওয়া হলে, রাতেই ভাটপাড়া থানার পুলিশ অভিযুক্ত সুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ৷ সুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে ৷ নির্যাতিতা নাবালিকাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ আগামিকাল ব্যারাকপুর মহকুমা আদালতে তার বয়ান রেকর্ড করা হবে ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রাথমিক বয়ানে তার অপরাধের কথা স্বীকার করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details