পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তের বাড়ি ভাঙচুর স্থানীয়দের - উত্তর 24 পরগনা

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে উত্তাল উত্তর 24 পরগনার হাবড়া ৷ অভিযুক্তের বাড়িতে হামলা চালালেন স্থানীয় বাসিন্দারা ৷ যদিও বিপদ আঁচ করতে পেরে আগেই গা ঢাকা দেয় অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

a-minor-girl-molested-by-a-man-local-people-vandalized-the-accuseds-house-in-habra-north-24-pargana
নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর স্থানীয়দের

By

Published : Mar 22, 2021, 2:08 PM IST

হাবড়া (উত্তর 24 পরগনা), 22 মার্চ : নাবালিকার শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর 24 পরগনার হাবড়ায়। ঘটনার পরই অভিযুক্ত যুবকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ও তার পরিবারের লোকেরা । ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ।


জানা গিয়েছে, হাবড়ার বাসিন্দা ওই নাবালিকা রবিবার রাতে দোকানে গিয়েছিল জিনিস কিনতে ৷ ফেরার পথে আচমকাই তার পথ আটকায় প্রতিবেশী যুবক অভিজিৎ হালদার। অভিযোগ, নাবালিকার হাত ধরে টানাটানি শুরু করে সে । ভয়ে চিৎকার করতে শুরু করে ওই নাবালিকা ৷ তার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক । তাকে হাতেনাতে ধরতে না পেরে উত্তেজিত জনতার রোষ গিয়ে পড়ে অভিযুক্তের বাড়িতে । এরপর ক্ষুব্ধ এলাকাবাসী ব্যাপক ভাঙচুর চালায় সেখানে । তছনছ করা হয় বাড়ির সমস্ত জিনিসপত্র । তবে, পরিস্থিতি আঁচ করতে পেরে আগেই সেখান থেকে গা-ঢাকা দেয় অভিযুক্ত যুবক ও তার পরিবার।

আরও পড়ুন :মহিলার শ্লীলতাহানি, আটক অভিযুক্ত

এই বিষয়ে নাবালিকার মা বলেন, ‘‘ঘটনার পর মেয়ে কাঁদতে কাঁদতে এসে ওই যুবকের অপকর্মের কথা বলে । আমরা অভিযুক্ত ওই যুবকের কঠোর শাস্তি চাই।’’ স্থানীয় বাসিন্দা তাপস রায় এবং প্রদীপ মিস্ত্রি বলেন, ‘‘অভিযুক্ত যুবক ও তার বাবা সজল হালদারের স্বভাব ভালো নয় ৷ তাদের বিরুদ্ধে এর আগেও মহিলাদের উত্যক্ত করার অভিযোগ উঠেছিল । ওদের এই অপকর্মের জন্য পাড়ার কারোর সঙ্গে সুসম্পর্ক ছিল না ওই পরিবারের । অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি হওয়া দরকার । তা না হলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে ।’’

রাতেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details