পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেনাকর্মীর পরিচয় দিয়ে সল্টলেকে বৃদ্ধের সঙ্গে প্রতারণা, মধ্যপ্রদেশ থেকে ধৃত যুবক - financial fraud at salt lake

Financial Fraud at Bidhannagar: সল্টলেকের বাসিন্দা এক বৃদ্ধকে প্রতারণার অভিযোগে মধ্যপ্রদেশ থেকে এক যুবককে গ্রেফতার করেছে বিধাননগরের পুলিশ ৷ ইতিমধ্যেই ধৃতকে বিধাননগরে নিয়ে আসা হয়েছে ৷

ETV Bharat
ধৃত যুবক

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 4:58 PM IST

বিধাননগর, 27 নভেম্বর:সেনাকর্মীর পরিচয় দিয়ে সল্টলেক ডিএল ব্লকের বাসিন্দা এক বৃদ্ধের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে ওই অভিযুক্তকে সম্প্রতি গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । ধৃতের নাম অভিষেক মাকওয়ানা ৷

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি মাসে, সোশাল মিডিয়ায় বাড়ি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন সল্টলেক ডিএল ব্লকের বাসিন্দা সুশীল কুমার। অভিযোগ, সেই বিজ্ঞাপন দেখে নিজেকে সেনা কর্মী পরিচয় দিয়ে সুশীলবাবুর সঙ্গে ফোন মারফত যোগাযোগ করে অভিষেক মাকওয়ানা নামে ওই যুবক। চাকরিতে ট্রান্সফার হওয়ার কারণ দেখিয়ে বাড়ি ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করে সে ৷

অভিযুক্ত ওই বৃদ্ধকে জানায় সল্টলেকেই সে বাড়িভাড়া খুঁজছে । এরপরেই দু'পক্ষের মধ্যে কথোপকথন এগোয় এবং ওই যুবক বৃদ্ধকে অনলাইন লেনদেনর জন্য কিউআর কোড পাঠাতে বলে । সেই মত বৃদ্ধ তাকে নিজের ব্যাংক অ্যাকাউন্টের কিউআর কোড পাঠায় । এরপরই বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা উধাও হয়ে যায় । প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ফেব্রুয়ারি মাসে ওই বৃদ্ধ বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন ।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার পুলিশ । মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত অভিষেক মাকওয়ানা । তাকে চার দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানায় । অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় সোমবার ৷ ধৃত যুবক অভিষেক মাকওয়ানাকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণার সঙ্গে কোনও জালিয়াত চক্র জড়িত আছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন:

  1. মোবাইলে অ্যাপ ডাউনলোড করতেই ফাঁকা অ্যাকাউন্ট, সাইবার প্রতারণার শিকার মালদার যুবক
  2. গ্রেফতার অনলাইন প্রতারণার চক্রের কুখ্যাত জামতারা গ্যাংয়ের লিংকম্যান
  3. সাইবার ক্রাইমে 27 লক্ষ টাকা খুইয়েছিলেন পোর্ট ট্রাস্টের আধিকারিক, তদন্ত নেমে উদ্ধার করল লালবাজারের

ABOUT THE AUTHOR

...view details