নিমতা, 17 এপ্রিল: কথায় আছে পেটের দায় বড় দায় ! লকডাউনের জেরহে রীতিমতো থমকে গেছে জনজীবন ৷ উচ্চবিত্ত বা মধ্যবিত্তরা নিজেদের ঘরে বন্দী করে দিন কাটালেও পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেককেই পথে বেরোতে হচ্ছে রোজ ৷ তবে লকডাউন বদলে দিয়েছে অনেকের পেশাও ৷ এমনই একজন মানিক সাহা ৷
নিমতার বাসিন্দা মানিক সাহার পেশা ছিল বাড়ি বাড়ি গিয়ে ভাঙা নির্মাণ সামগ্রী তোলা ৷ তা তুলে পাঁচ টাকা দরে কিনে 15 টাকায় আগ্রহী ব্যক্তিকে বেচে দিতেন ৷ তবে লকডাউন হওয়ায় সেই পথও বন্ধ ৷ সরকারের নির্দেশ মেনে বাড়ি বসে থাকলে তো পেট চলবে না ৷ তাই নতুন পেশা বেছে নিয়েছেন মানিক সাহা ৷