অশোকনগর , 1 নভেম্বর : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বউদিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ননদ ও তার স্বামীর বিরুদ্ধে । মৃতার নাম ইলা বিশ্বাস (38) । খুনের পরে দেহ বস্তাবন্দী করে বাড়ির কুয়োয় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । উত্তর 24 পরগনার অশোকনগর থানার সেনডাঙা এলাকার ঘটনা । ঘটনাস্থানে পৌঁছে দেহ উদ্ধার করেছে পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে মৃতার ননদ রীণা মণ্ডল ও তার স্বামী রাজ মণ্ডলকে । শিপ্রা নামে আরও এক মহিলা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে দাবি করেছেন মৃতার স্বামী । যদিও তাকে এখনও পর্যন্ত আটক করেনি পুলিশ ।
বছর তিনেক আগে এই রীনা মণ্ডল তার মুরগির পোল্ট্রিতে ইলেকট্রিক লাইন দিয়ে রাখায় শক খেয়ে মৃত্যু হয়েছিল দুই শিশুর । সেই ঘটনায় বেশ কয়েকদিন জেলে ছিল রীণা । জেল থেকে ছাড়া পাওয়ার পর লকডাউনের আগে রাজ মণ্ডল নামে এক যুবককে বিয়ে করে ফের সেনডাঙায় বাপের বাড়িতে বসবাস শুরু করে । তারপর থেকেই জমি সংক্রান্ত ব্যাপারে দাদা ইন্দ্রজিৎ ও বউদি ইলার সঙ্গে বিবাদ চলছিল । গতকাল বিকেলে ইন্দ্রজিৎ বাড়ি ছিলেন না । সেই সুযোগে বউদি ইলাকে প্রথমে দু'জনে মিলে কুপিয়ে খুন করে বলে অভিযোগ । তারপর , ঘরের রক্ত ধুয়ে মুছে দেহ সিমেন্টের বস্তায় ভরে বাড়ির কুয়োয় ফেলে দেয় । ঘটনার তদন্তে নেমেছে বারাসত জেলা পুলিশ ।