পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাইঘাটায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার পড়শি - নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেপ্তার পড়শি

বাড়িতে বাবা-মা না থাকার অভিযোগে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক প্রবীণের বিরুদ্ধে । ঘটনাটি উত্তর ২৪ পরগনার গাইঘাটার ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Apr 8, 2020, 1:05 PM IST

গাইঘাটা, 8 এপ্রিল : এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশী প্রবীণের বিরুদ্ধে । ঘটনার তদন্তে নেমে ওই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ । উত্তর 24 পরগনার গাইঘাটার ঘটনা।

স্থানীয়দের তরফে জানা গেছে, দিনকয়েক আগে ওই নাবালিকার বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগ প্রতিবেশী বিধান গাইন নামে ওই প্রবীণ নাবালিকাকে বলে, তার মা ফোন করেছে। এবং তাকে বাড়ি ডেকে নিয়ে যায়। তারপর নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ । এদিকে নাবালিকা চিৎকার শুরু করলে ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায় বিধান।

বাড়ি ফিরে পুরো ঘটনার কথা তার বাবা-মাকে জানায় নাবালিকা । অভিযোগ, উলটে বিধান ওই নাবালিকার পরিবারকে নানা রকম হুমকি দিতে থাকে। এর জেরে বিষয়টি থানায় জানাতে প্রথম প্রথমে দ্বিধা করে পরিবার । পুরো ঘটনা জানার পর সোমবার নাবালিকার পরিবারের পাশে দাঁড়ান প্রতিবেশীরা । এরপর গাইঘাটা থানায় গিয়ে বিধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

গতকাল স্থানীয়রা বিধানকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details