বাদুড়িয়া, 27 জুলাই : বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ ৷ বাদুড়িয়া থানার 16 নম্বর ওয়ার্ডের তারাগুনিয়ার ঘটনা । মৃতের নাম আবুল হাসান গাজি (50) ৷ এই ঘটনায় তাঁর বিবি আনজুরাকে গ্রেপ্তার ও ছেলেকে আটক করে পুলিশ ৷
আবুল হাসান গাজি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন । সহকর্মী ছিল রাজু সর্দার ৷ আবুলের বাড়িতে আসা যাওয়া করত সে ৷ সেই সূত্রেই আবুলের বিবি আনজুরার সঙ্গে পরিচয় ৷ এরপর তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ৷ বিষয়টি জানতে পারে আবুল ৷ এই নিয়ে আনজুরার সঙ্গে তাঁর অশান্তিই লেগেই থাকত ৷ অভিযোগ, আবুলের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করত আনজুরা ৷ এমন কী, তাঁকে ঠিক মতো খেতেও দেওয়া হত না ৷ স্থানীয়দের অনুমান, অবসাদেই আত্মহত্যা করেছেন আবুল ।