বেলঘরিয়া, ৩ এপ্রিল : স্কুলে যাওয়ার পথে লরি চাপা পড়ে মৃত্যু হল এক নাবালকের। নাম অর্ঘ্য সিং। আহত হয়েছে তার ঠাকুমা। তাঁকে সাগর দত্ত হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি বেলঘরিয়ার ফিডার রোডের।
বেলঘরিয়ায় লরি চাপা পড়ে মৃত ছাত্র, নামল RAF
স্কুটি চালিয়ে স্কুলে যাওয়ার পথে লরি চাপা পড়ে মৃত্যু হল এক পড়য়ার। এলাকায় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন RAF
আজ সকালে স্কুটি চালিয়ে স্কুলে যাচ্ছিল ক্লাস ফোরের পড়ুয়া অর্ঘ্য। পিছনে তার ঠাকুমা ছিল। বেলঘরিয়া ফিডার রোডে একটি পাথরবোঝাই লরি পিছন থেকে স্কুটিতে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে স্কুটি থেকে পড়ে যায় অর্ঘ্য। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। লরিটিতে ভাঙচুর চালানো হয়। তাদের দাবি, লরিগুলি বেপরোয়াভাবে যাতায়াত করে। তাই অবিলম্বে স্পিড ব্রেকার বসাতে হবে। খবর পেয়ে ঘটনাস্থানে যায় বেলঘরিয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় RAF মোতায়েন করা হয়েছে।