পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাকপুর পুলিশ কমিশনারেটের পুনর্বিন্য়াস, তৈরি হচ্ছে নতুন আটটি থানা - new police stations in barrackpore

বারাকপুর পুলিশ কমিশনারেটের পুনর্বিন্য়াস ৷ তৈরি হচ্ছে নতুন আটটি থানা এবং তিনটি আউট পোস্ট ৷ পুলিশ পরিষেবাকে আরও উন্নত করতে ‘মডেল’ কলকাতা পুলিশ কমিশনারেট ৷

8 new police stations and 3 new police out post in barrackpore
বারাকপুর পুলিশ কমিশনারেটের পুনর্বিন্য়াস, তৈরি হচ্ছে নতুন আট থানা, তিন আউট পোস্ট

By

Published : Jul 5, 2021, 8:46 PM IST

বারাকপুর, 5 জুলাই :বারাকপুর পুলিশ কমিশনারেটের পুনর্বিন্য়াসের সিদ্ধান্ত নিল সংশ্লিষ্ট প্রশাসন ৷ উত্তর 24 পরগনার এই পুলিশ কমিশনারেটের আওতাধীন এলাকা ভেঙে তৈরি হচ্ছে নতুন থানা ও আউট পোস্ট ৷ একথা জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷ স্থির হয়েছে, বারাকপুর পুলিশ কমিশনারেট ভেঙে নতুন আটটি থানা ও তিনটি আউট পোস্ট তৈরি করা হবে ৷

আরও পড়ুন রাজ্য :পুলিশে রদবদল, এডিজি সিআইডি পদে জ্ঞানবন্ত সিং

প্রসঙ্গত, বারাকপুর শিল্পাঞ্চল ও কমিশনারেট এলাকায় দু’টি লোকসভা কেন্দ্র এবং 12 টি বিধানসভা এলাকা রয়েছে ৷ হিসাব বলছে, জনসংখ্যার নিরিখে ও জরুরি ভিত্তিতে সঠিক পুলিশি সহায়তার জন্য এই অঞ্চলে মোট 40 থেকে 50টি থানা প্রয়োজন ৷ অথচ 2012 সালে বারাকপুর পুলিশ কমিশনারেট শুরুর সময় মাত্র 12টি থানা নিয়ে কাজ শুরু করা হয়েছিল ৷ পরবর্তীকালে এর সঙ্গে গোয়েন্দা, মহিলা ও সাইবার বিভাগকে যুক্ত করা হয় ৷ এবার প্রয়োজনীয়তা অনুসারে, পৌর ও পঞ্চায়েত এলাকাগুলিকে আলাদা করে সেগুলিকে নির্দিষ্ট থানা ও আউট পোস্টের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে ৷ বারাকপুর কমিশনারেটে ইতিমধ্যেই 13টি এসিপি পদ রয়েছে ৷ এর সঙ্গে আরও আটটি এসিপি পদ যুক্ত করা হচ্ছে ৷

আরও পড়ুন রাজ্য :থানা ও মালখানা পরিচ্ছন্ন রাখলে পুরস্কার দেবে লালবাজার

পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কোনও ঘটনা ঘটার পর পুলিশ যত তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারে, ততই ভাল ৷ তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হয় ৷ তদন্তের কাজেও সুবিধা হয় ৷ মনোজ জানান, পুলিশের পরিষেবা আরও উন্নত করতে থানা ও আউট পোস্টের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ এক্ষেত্রে কলকাতা পুলিশ কমিশনারেটকে ‘মডেল’ ধরে এগোতে চাইছেন তাঁরা ৷ যেখানে কমিশনারেটের নিজস্ব ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড ও বিপর্যয় মোকাবিলা বাহিনী থাকবে ৷ যা এখন প্রয়োজনে অন্যদের কাছ থেকে চেয়ে নিয়ে আসতে হয় ৷ এছাড়াও, নিরাপত্তার স্বার্থে গোটা এলাকাকে সিসি ক্য়ামেরায় মুড়ে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ৷

ABOUT THE AUTHOR

...view details