নাগেরবাজার, 7 ডিসেম্বর: কাতার বিশ্বকাপে কাবু কলকাতা-সহ সারা বাংলা ৷ আর মেসি-নেইমারদের নিয়ে বাজি ধরতে শহরে সক্রিয় হয়েছে বেটিং চক্র ৷ বুধবার রাতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে যখন পর্তুগিজ ঝড় চলছে কাতারে, সে সময় বেটিং চক্রের পর্দাফাঁস (Online Betting Racket) করল নাগেরবাজার থানার পুলিশ (Nagerbazar Police)। গোপন সূত্রে খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ দমদম-মধুগড় এলাকায় একটি ফ্ল্যাটে হানা দিয়ে বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে ছত্তিশগড়ের 8 জনকে গ্রেফতার করে ৷
ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় ল্যাপটপ, মোবাইল এবং ব্যাংকের পাসবুক নিয়ে বেটিং চক্র চলছে। স্থানীয় ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে অনলাইনের মাধ্যমে এই বেটিং চক্র চলত। ছত্তিশগড় থেকে এসে ওই যুবকরা দমদমের এই এলাকায় বেটিং চক্র চালাত। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে বেশ কয়েকদিন ধরেই এই বেটিং চক্র সক্রিয় হয়েছিল সেখানে।