পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমডাঙায় কোরোনায় উপসর্গ নিয়ে মৃত্যু বৃদ্ধের - কোরোনায় মৃত্যু

মৃতের পরিবারের অভিযোগ, সোয়াব পরীক্ষার পর স্রেফ কোরোনা সন্দেহে কোনও চিকিৎসক এগিয়ে আসেননি ওই বৃদ্ধের চিকিৎসা করতে ৷ বিনা চিকিৎসায় মৃত্যু হয় তাঁর ৷ হাসপাতালের চিকিৎসকদের দায়ি করেছে মৃতের পরিবার ৷ যদিও অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন আমডাঙা ব্লক স্বাস্থ্য আধিকারিক ।

Covid symptoms
বৃদ্ধের মৃত্যু

By

Published : Aug 10, 2020, 6:00 AM IST

আমডাঙা, 10 অগাস্ট : জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে 72 বছরের এক বৃদ্ধের মৃত্যু হল আমডাঙা গ্রামীণ হাসপাতালে ৷ কোরোনার উপসর্গ থাকায় তাঁকে রবিবার সন্ধে নাগাদ আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ করা হয় সোয়াব পরীক্ষাও ৷ তারপরই ওই বৃদ্ধের মৃত্যু হয় ৷

মৃতের পরিবারের অভিযোগ, সোয়াব পরীক্ষার পর স্রেফ কোরোনা সন্দেহে কোনও চিকিৎসক এগিয়ে আসেননি ওই বৃদ্ধের চিকিৎসা করতে ৷ বিনা চিকিৎসায় মৃত্যু হয় তাঁর ৷ হাসপাতালের চিকিৎসকদের দায়ি করেছে মৃতের পরিবার ৷ যদিও অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন আমডাঙা ব্লক স্বাস্থ্য আধিকারিক ।

আমডাঙার মরিচা পঞ্চায়েতের মাসুন্দা গ্রামে বাড়ি ওই বৃদ্ধের ৷ বয়স 72 ৷ তিন-চার দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন ৷ কোরোনার উপসর্গ থাকায় তাঁকে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ও সোয়াব পরীক্ষা করানো হয় ৷ মৃতের এক আত্মীয় বলেন,"হাসপাতালে নিয়ে আসার প্রায় আধঘন্টা পর তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । তারপর থেকে বৃদ্ধের শারীরিক অসুস্থতা বাড়তে থাকে ৷ বিষয়টি বারবার জানানো হয় চিকিৎসকদের ৷ কিন্তু কোরোনা সন্দেহে কেউ চিকিৎসা করতে এগিয়ে আসেননি ৷ ফলে সোয়াব পরীক্ষা হলেও বিনা চিকিৎসাতেই মৃত্যু হয় ওই বৃদ্ধের৷''

অভিযোগ অস্বীকার করে আমডাঙা ব্লক স্বাস্থ্য আধিকারিক তরুণ বালা বলেন, "তিনদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই ফেলে রাখা হয়েছিল ওই বৃদ্ধকে ৷ শনিবার রাতে পরিবারের লোকজন আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাঁদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসতে বলি ৷ তারপরও রোগীকে নিয়ে আসা হয়নি ৷ এরপর রবিবার পঞ্চায়েতের অ্যাম্বুলেন্সে করে ওই বৃদ্ধকে সোয়াব পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকেরা ৷ সোয়াব পরীক্ষার জায়গা হাসপাতালের জরুরি বিভাগ থেকে খানিকটা দূরে ৷ সোয়াব পরীক্ষা হলেও তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়নি ৷ তাই চিকিৎসা না হওয়ার অভিযোগ ঠিক নয় ৷''

ABOUT THE AUTHOR

...view details