পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Crime : ভেড়ির জলে পড়েছিল চুম্বক, খুঁজতে নামলে চোর সন্দেহে মারধর, তাতেই শেষ বছর সাতের সাহাদ - সাহাদমণি মণ্ডল

ভেড়ির জলে চুম্বক পড়ে গিয়েছিল ৷ তাই খুঁজছিল সাত বছরের সাহাদমণি ৷ কিন্তু ভেড়ির পাহারাদারের সন্দেহ হল সে মাছ-চোর ৷ তারপরই বেধড়ক মারধর ৷ তার জেরেই বালকের মৃত্যু হয় বলে অভিযোগ ৷ শুধু ভেড়ির পাহারাদার নয়, অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বিরুদ্ধেও ৷

সাহাদমণি মণ্ডল
সাহাদমণি মণ্ডল

By

Published : Nov 20, 2021, 8:04 AM IST

Updated : Nov 20, 2021, 8:23 AM IST

শাসন, 20 নভেম্বর: মারের চোটে মারাত্মক জখম হয়ে আরজিকর হাসপাতালে প্রাণ হারাল সাত বছরের শিশু ৷ চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের এক আত্মীয় ও তার সঙ্গীর বিরুদ্ধে । মৃত শিশুর নাম সাহাদমণি মণ্ডল । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার শাসনে । একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাসনের ফলতি গ্রামের উত্তরপাড়ায় বাড়ি সাহাদমণি মণ্ডলের । দিন দশেক আগে সাহাদ ও তার দুই সঙ্গী বেলিয়াঘাটা রেলস্টেশনের আশপাশে দড়িতে চুম্বক বেঁধে লোহা সংগ্রহ করছিল । স্টেশনের পাশে বিঘার পর বিঘা মাছের ভেড়ি রয়েছে । আচমকা সাহাদের দড়ি থেকে চুম্বক খুলে ভেড়িতে পড়ে যায় । ভেড়িতে নেমে চুম্বক খুঁজছিল সে । ওই ভেড়ির মালিক স্থানীয় পঞ্চায়েত সদস্য সিদ্দিকি আলি । ভেড়িটি পাহারা দিচ্ছিল পঞ্চায়েত সদস্যের আত্মীয় আব্দুল আজিজ সিদ্দিক ও তার এক সঙ্গী । ভেড়িতে চুম্বক খুঁজতে দেখে সাহাদমণিকে মাছ চোর বলে সন্দেহ হয় তাদের । অভিযোগ, স্রেফ সন্দেহের বশে সাহাদমণিকে প্রথমে ভেড়ির আলাঘরে আটকে ওই দু'জন মিলে ব্যাপক মারধর করে । এরপর আহত অবস্থায় তাকে পাশের একটি জঙ্গলে ফেলে দেয় ৷

আরও পড়ুন : New Born Baby Died : দাবি মতো টাকা না মেলায় আটকে রাখার অভিযোগ, বৃহন্নলার কোলে মৃত্যু সদ্যোজাতর

স্থানীয়রা সাহাদকে দেখতে পেয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান বারাসত জেলা হাসপাতালে । কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সাহাদ । চিকিৎসদের শত চেষ্টা সত্ত্বেও লড়াইয়ে হার মানতে হল তাকে । শুক্রবার দুপুরে মৃত্যু হয় মাত্র 7 বছরের সাহাদের ।

ঘটনাটি সামনে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায় । দোষীদের শাস্তির দাবিতে সরব হন নিহতের পরিবার এবং এলাকার লোকজন । ঘটনার পরই ভেড়ির মালিক তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ বাকি দুই অভিযুক্তের বিরুদ্ধে শাসন থানায় অভিযোগ দায়ের করেছিলেন সাহাদমণির বাবা পিয়ার আলি । তার ভিত্তিতে গ্রেফতার করা হয় ভেড়ির পাহারাদার আব্দুল আজিজ সিদ্দিকিকে । তবে, বাকি দু'জন এখনও অধরা । ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।

Last Updated : Nov 20, 2021, 8:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details