শাসন, 20 নভেম্বর: মারের চোটে মারাত্মক জখম হয়ে আরজিকর হাসপাতালে প্রাণ হারাল সাত বছরের শিশু ৷ চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের এক আত্মীয় ও তার সঙ্গীর বিরুদ্ধে । মৃত শিশুর নাম সাহাদমণি মণ্ডল । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার শাসনে । একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাসনের ফলতি গ্রামের উত্তরপাড়ায় বাড়ি সাহাদমণি মণ্ডলের । দিন দশেক আগে সাহাদ ও তার দুই সঙ্গী বেলিয়াঘাটা রেলস্টেশনের আশপাশে দড়িতে চুম্বক বেঁধে লোহা সংগ্রহ করছিল । স্টেশনের পাশে বিঘার পর বিঘা মাছের ভেড়ি রয়েছে । আচমকা সাহাদের দড়ি থেকে চুম্বক খুলে ভেড়িতে পড়ে যায় । ভেড়িতে নেমে চুম্বক খুঁজছিল সে । ওই ভেড়ির মালিক স্থানীয় পঞ্চায়েত সদস্য সিদ্দিকি আলি । ভেড়িটি পাহারা দিচ্ছিল পঞ্চায়েত সদস্যের আত্মীয় আব্দুল আজিজ সিদ্দিক ও তার এক সঙ্গী । ভেড়িতে চুম্বক খুঁজতে দেখে সাহাদমণিকে মাছ চোর বলে সন্দেহ হয় তাদের । অভিযোগ, স্রেফ সন্দেহের বশে সাহাদমণিকে প্রথমে ভেড়ির আলাঘরে আটকে ওই দু'জন মিলে ব্যাপক মারধর করে । এরপর আহত অবস্থায় তাকে পাশের একটি জঙ্গলে ফেলে দেয় ৷