দেগঙ্গা, 22 জুন : দশ বছরের নাবালিকাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল 60 বছরের প্রৌঢ়ের বিরুদ্ধে(60 Year Old Man Arrested for Raping a Minor Girl at Deganga)। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় ৷ নির্যাতিতা নাবালিকা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ অভিযোগ পেয়ে বুধবার সিরাজুল ইসলাম নামে ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ ।
ওই নাবালিকা মঙ্গলবার সন্ধ্যায় চাষের জমি থেকে পটলের ফুল তুলে বাড়ি ফেরার সময় তার পথ আটকায় প্রতিবেশী ওই প্রৌঢ় । কিছু বুঝে ওঠার আগেই নাবালিকাকে সে জোর করে পাশের একটি জঙ্গলে তুলে নিয়ে যায় বলে অভিযোগ । সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷
আরও পড়ুন :Gaighata Minor Gang Rape : গাইঘাটায় নাবালিকা গণধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী-সহ চার
এরপর রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে জঙ্গলে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত । এরপর কোনওরকমে বাড়ি ফিরে অভিযুক্তের কুকর্মের কথা পরিবারের লোকজনকে জানালে মঙ্গলবার রাতেই নাবালিকাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সেই রাতেই অভিযুক্তের বিরুদ্ধে দেগঙ্গা থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷
বেগতিক বুঝে সেই রাতে গা ঢাকা দিলেও বুধবার সকালে বাড়ি ফিরতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতার পরিবার ।