পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়ায় উদ্ধার 60টি তাজা বোমা - Police

বোমা উদ্ধারের ফলে এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে । এলাকায় পুলিশি টহল চলছে ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Jun 24, 2019, 12:45 PM IST

Updated : Jun 24, 2019, 1:32 PM IST

ব্যারাকপুর, 24 জুন : সংঘর্ষের 72 ঘণ্টা পর কিছুটা স্বাভাবিক হয়েছিল জনজীবন । খুলেছিল দোকানপাট । ভয় সরিয়ে বাড়ি থেকে বেরোচ্ছিল সাধারণ মানুষ । কিন্তু, গতকাল কিছুটা স্বাভাবিক ছন্দে ফেরা ভাটপাড়ায় ফের নতুন করে আতঙ্ক তৈরি হল । আজ সকালে ভাটপাড়ার 6 নম্বর সাইডিং এলাকা থেকে 60টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ । এর জেরে এলাকায় নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ।

বৃহস্পতিবার ফাঁড়িকে থানা হিসেবে উদ্বোধন করার সময় শুরু হয়েছিল অশান্তি । গুলিবৃষ্টি-বোমাবাজির জেরে প্রাণ হারান দু'জন । জখম হন বেশ কয়েকজন । ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নবান্ন । তড়িঘড়ি এলাকায় জারি করা হয় 144 ধারা । নামানো হয় RAF, বিশাল পুলিশবাহিনী । দ্রুততার সঙ্গে বদলি করা হয় ব্যারাকপুরের তৎকালীন পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরিকে । নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয় মনোজ বর্মাকে । প্রশাসনের নির্দেশে এলাকার বিভিন্ন জায়গায় পুলিশি টহল চলতে থাকে ।

এলাকায় চলছে পুলিশি টহল

এই সংক্রান্ত আরও খবর :ভাটপাড়ায় দুষ্কৃতীদের বোমাবাজি, গুলি; মৃত 3

রবিরার কিছুটা স্বাভাবিক হয় জনজীবন । সাময়িকভাবে কিছু দোকানপাট খুলতে দেখা গেছিল । স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছিল ভাটপাড়া । টুকটাক কেনাকাটিও শুরু হচ্ছিল । পরে পুলিশ-জনতার মধ্যে বচসা হলেও বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি । প্রশাসনের আশ্বাসের পর গতকাল দোকানে খোলে । মোটের উপর গতকাল শান্তিপূর্ণ ছিল ভাটপাড়া । আজ সকালেও বেশ কয়েকটি স্কুল খুলেছিল ।

এই সংক্রান্ত আরও খবর :"ভয় পেলে রোজ মরতে হবে", কাঁকিনাড়ায় খুলছে দোকানপাট

কিন্তু, একটু বেলা গড়াতেই ফের আতঙ্ক গ্রাস করে ভাটপাড়াবাসীদের । সকালে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার নেতৃত্বে ভাটপাড়ায় তল্লাশি চলছিল । সেইসময়ই 6 নম্বর সাইডিং থেকে বোমাগুলি উদ্ধার হয় ।

উদ্ধার হওয়া বোমা

এই সংক্রান্ত আরও খবর :ধীরে ধীরে ছন্দে ফিরছে ভাটপাড়া

Last Updated : Jun 24, 2019, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details