বাদুড়িয়া, 8 ডিসেম্বর: বাড়ির তৈরির জন্য খোঁড়া গর্তের জমা জলে পড়ে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন ছ'বছরের এক শিশু । গর্তের ভিতর জমা জলে ভেসে ওঠে কোয়েল সরকার (6) নামে ওই শিশু । এই দৃশ্য দেখে কার্যত আঁতকে ওঠেন শিশুটির মা । চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার লোকজন ছুটে এসে গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান ।
যদিও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি । চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে ওই শিশুটির । ঘটনাটি শুক্রবার উত্তর 24 পরগনার বাদুড়িয়ার দক্ষিণ চাতরা গ্রামে ঘটে । পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল থেকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ চাতরা গ্রামের বাসিন্দা প্রদ্যুৎ সরকারের বাড়িতে বছর দু'য়েক আগে ভাড়া আসেন শিশুটির পরিবার । প্রদ্যুতের বাড়ির সামনেই নতুন বাড়ি তৈরি করার জন্য গর্ত খোঁড়া হয়েছিল । নিম্নচাপের প্রভাবে গত দু'দিন ধরে লাগাতার বৃষ্টিপাতের জেরে সেই গর্তে জল জমে গিয়েছিল । পরিবারের অজান্তে এ দিন দুপুরে শিশুটি বেরিয়ে আসে বাইরে । তখনই কোনোভাবে বৃষ্টির জমা জলের খোঁড়া গর্তে পড়ে যায় সে ।
শিশুটিকে বাড়ির ভিতর থেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয় পরিবারের সদস্যরা । কিন্তু কোথাও তাঁর হদিস না পেয়ে শেষে পরিবারের লোকজনের চোখ পড়ে বাড়ি তৈরির খোঁড়া গর্তের দিকে । সেখানে গিয়ে তাঁরা লক্ষ্য করেন, গর্তের ভিতর বৃষ্টির জমা জলে ভাসছে ছ'বছরের ওই শিশু ।