বনগাঁ, 10 মে: কোরোনা মোকাবিলায় বড়সড় সিদ্ধান্ত বনগাঁ মহকুমা প্রশাসনের। গোটা শহরের 6 টি এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হল। 10 মে থেকে বন্ধ হচ্ছে ওই এবাকাগুলির সমস্ত দোকান ও বাজার৷ মানুষের বাড়ি থেকে বের হওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাবতীয় যোগাযোগ করতে হবে প্রশাসনকে। আগামী 21 দিন জারি থাকবে এই নিয়ম।
শনিবার রাতে বনগাঁর মহকুমা শাসক কাকলি মুখোপাধ্যায়ের সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসেন মহকুমার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। ছিলেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরাও। সেখানেই বনগাঁ শহরের 1, 2, 4, 10, 13 ও 19 নম্বর ওয়ার্ড এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়। কোরোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী 21 দিন ওই 6 জোনে বন্ধ থাকবে বাজার ও দোকান। বাসিন্দাদের সমস্ত পরিষেবা দেওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা থাকবে।