পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনগাঁয় 6 টি কনটেইনমেন্ট জোন, 21 দিন বন্ধ এলাকার সমস্ত বাজার - 21 দিন বন্ধ এলাকার সমস্ত বাজার

কোরোনা মোকাবিলায় বনগাঁর 6 টি এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করল বনগাঁ প্রাশসন। আগামী 21 দিন ওই এলাকাগুলির সমস্ত বাজার ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

6 containment zones in Bongaon
বনগাঁ

By

Published : May 10, 2020, 9:39 PM IST

বনগাঁ, 10 মে: কোরোনা মোকাবিলায় বড়সড় সিদ্ধান্ত বনগাঁ মহকুমা প্রশাসনের। গোটা শহরের 6 টি এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হল। 10 মে থেকে বন্ধ হচ্ছে ওই এবাকাগুলির সমস্ত দোকান ও বাজার৷ মানুষের বাড়ি থেকে বের হওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাবতীয় যোগাযোগ করতে হবে প্রশাসনকে। আগামী 21 দিন জারি থাকবে এই নিয়ম।

শনিবার রাতে বনগাঁর মহকুমা শাসক কাকলি মুখোপাধ্যায়ের সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসেন মহকুমার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। ছিলেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরাও। সেখানেই বনগাঁ শহরের 1, 2, 4, 10, 13 ও 19 নম্বর ওয়ার্ড এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়। কোরোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী 21 দিন ওই 6 জোনে বন্ধ থাকবে বাজার ও দোকান। বাসিন্দাদের সমস্ত পরিষেবা দেওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা থাকবে।

সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারবেন না। নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে গিয়ে পৌঁছে দেবে প্রশাসনই। মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রোল রুমে ফোন করলেই প্রয়োজনীয় ওষুধ ও আপৎকালীন পরিস্থিতিতে সমস্ত সুবিধা পাওয়া যাবে।

এই বিষয়ে পৌরপ্রধান শংকর আঢ্য বলেন, "কোরোনা পরিস্থিতি মোকাবিলায় সকলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 21 দিন এইসব এলাকাগুলিতে সমস্ত বাজার বন্ধ থাকবে। বাসিন্দাদের পৌরসভার পক্ষ থেকে পরিষেবা দেওয়া হবে।"

SDPO অশেষ বিক্রম ঘোষদস্তিদার বলেন, "6 টি ওয়ার্ডকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। রবিবার বিকেল 5 টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হল।"

ABOUT THE AUTHOR

...view details