বারাসত, 24 অগস্ট:স্বাস্থ্যক্ষেত্রে নয়া পদক্ষেপ ৷ বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নতি করতে উদ্যোগী হল রাজ্য সরকার । সংকটাপন্ন রোগীদের কথা মাথায় রেখে সেখানে 50 বেডের ক্রিটিকাল কেয়ার ব্লক গড়তে চলেছে সরকারের অধীনস্থ পিডব্লিউডি বিভাগ । বুধবার যার ভার্চুয়ালি শিলান্যাস হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে । চারতলা বিশিষ্ট এই ক্রিটিকাল কেয়ার ব্লক তৈরির জন্য বরাদ্দ হয়েছে 18 কোটি 46 লক্ষ টাকা । খুব শীঘ্রই এর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ।
এর ফলে গুরুতর রোগীদের বেডের অভাবে আর বেসরকারি নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাতে হবে না বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের । রাজ্য সরকারের এই পদক্ষেপে উপকৃত হবেন বহু রোগী । দ্রুত প্রকল্পের কাজ শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী হাসপাতাল সুপার তথা চিকিৎসক সুব্রত মণ্ডল । তিনি বলেন, "উত্তর 24 পরগনার স্বাস্থ্য ক্ষেত্রে এটি যুগান্তকারী পদক্ষেপ । বারাসত-সহ জেলার আশপাশ থেকে প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসেন এখানে । এতদিন পর্যাপ্ত সিসিইউ বেড না-থাকায় কিছুটা হলেও সমস্যার মুখে পড়তে হচ্ছিল সংকটাপন্ন রোগীদের একাংশকে । সিসিবি (ক্রিটিকাল কেয়ার ব্লক) ইউনিট তৈরি হলে সেই সমস্যা কাটবে । উপকৃত হবেন বহু রোগী । দ্রুত সেই কাজ সম্পন্ন হওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী আমরা ৷"
এদিকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ব্লক তৈরি হওয়ায় খুশি রোগী থেকে রোগীর আত্মীয়-পরিজনেরা । এ বিষয়ে মিনতি মুখোপাধ্যায় নামে এক রোগীর আত্মীয় বলেন, "এই পদক্ষেপে রোগীদের উপকারই হবে । প্রাইভেট নার্সিংহোমে সিসিইউ ও আইসিইউ চিকিৎসার প্রচুর খরচ। সেই খরচ সামলানো যথেষ্ট কষ্টসাধ্য । ফলে,এই উদ্যোগে ভালোই হবে রোগীদের পক্ষে ৷" অন্যদিকে বারাসত হাসপাতালের চিকিৎসা পরিষেবা আগের থেকে যথেষ্ট উন্নত হয়েছে বলে মনে করছেন রোগীর পরিজনেরা ।
আরও পড়ুন:বয়স 77, ক্যানসার আক্রান্ত প্রৌঢ়ার সফল অস্ত্রোপচার বারাসত মেডিক্যালে