বসিরহাট, 17 অক্টোবর: মামার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি হল পাঁচ বছরের শিশুর (Child Body Recovered)। খেলার সময় পুকুরে পড়ে গিয়ে প্রাণ হারাল রিয়াজুল ইসলাম । এই ঘটনায় সোমবার শোকের ছায়া নেমে আসে উত্তর 24 পরগনার হাসনাবাদের পাটলিখানপুর গ্রামে (Child dies after falling into pond)।
পুলিশ পুকুর থেকে ওই শিশুর নিথর দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । কীভাবে শিশুটি পুকুরে পড়ে গেল ? কেউ কি তাকে সেখানে নিয়ে গিয়েছিল ? তারই উত্তর পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা । তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শিশুটি খেলতে গিয়ে কোনওভাবে পুকুরে পড়ে যেতে পারে । তাই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ।
জানা গিয়েছে, মধ্যমগ্রামের দাঁড়িয়া এলাকায় বাড়ি শিশুটির । সম্প্রতি সে বাবা-মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল । এ দিন সকালে বাড়ির উঠোনেই খেলা করছিল পাঁচ বছরের শিশুটি । হঠাৎই তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । খেলার সময় হঠাৎই সে নিখোঁজ হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন । শুরু হয় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি । কিন্তু কোথাও রিয়াজুলের হদিশ মেলেনি ।