বসিরহাট, 13 মে : উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের জন্য সেফ হোম চালু হল বসিরহাটে । বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজে চালু হয় 60 শয্যার সেফ হোম । উদ্বোধন করেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ও বিশিষ্ট চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় । হাজির ছিলেন বসিরহাটের এসডিও মৌসম মুখোপাধ্যায়, স্থানীয় পৌরসভার প্রশাসক তপন সরকার, বসিরহাট স্বাস্থ্য জেলার আধিকারিক ও চিকিৎসক শ্যামলকুমার বিশ্বাস-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ । বসিরহাট ছাড়াও এদিন হাড়োয়া এবং মিনাখাঁতে-ও সেফ হোম চালু করা হয় প্রশাসনের তরফে ।
করোনার দ্বিতীয় ঢেউয়ের আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও । প্রতিদিনই এই রাজ্যে বাড়ছে সংক্রমণ । ক্রমশ লম্বা হচ্ছে মৃত্যুর তালিকাও । সংক্রমণের নিরিখে এই মুহূর্তে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা সবথেকে মাথাব্যথার কারণ প্রশাসনের কাছে । তবে বসিরহাট স্বাস্থ্য জেলার ছবিটাও একেবারে আশাব্যঞ্জক নয় । এই মুহূর্তে সেখানে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি । প্রতিদিনই শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন । এই সমস্ত রোগীদের অধিকাংশই উপসর্গহীন ।
করোনা আক্রান্ত রোগীদের ভর্তি করার সময় যেহেতু হাসপাতালে ঠিকমতো বেড মিলছে না, সেহেতু উপসর্গহীন রোগীদের হোম আইসোলেশনে থেকেই চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে । কিন্তু অনেকের বাড়িতে ঘরের অপ্রতুলতা থাকায় তা নিয়ে তৈরী হচ্ছে সমস্যা । সেই সমস্যা মেটাতে এবং সংক্রমণ ঠেকাতে জেলায় জেলায় সেফ হোম তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন । যা এদিন দেখা গেল বসিরহাট স্বাস্থ্য জেলার ক্ষেত্রেও ।