আমডাঙা, 2 মে :রাজনৈতিক সংঘর্ষে আবারও রক্ত ঝরল উত্তর 24 পরগনার আমডাঙায় । তৃণমূল ও আইএসএফ সংঘর্ষের জেরে আহত হয়েছেন অন্তত পাঁচজন তৃণমূল সমর্থক (5 injured in ISF tmc clash at Amdanga) । ঘটনার জেরে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় আমডাঙার রায়পুর গ্রামে । তৃণমূলের অভিযোগ, "হামলার পিছনে আইএসএফের হাত রয়েছে । তারাই পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দলের কর্মী-সমর্থকদের উপর ।" যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে আইএসএফ নেতৃত্ব ।
জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল স্থানীয় দুই পরিবারের মধ্যে । এক পরিবার তৃণমূল সমর্থক এবং অপর পরিবারটি আইএসএফ ৷ দুই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে । সোমবার দুপুরে জমি সংক্রান্ত সেই বিবাদ সংঘর্ষের আকার নেয় । লাঠি, রড নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ । হামলায় রক্তারক্তি কাণ্ড হয় সেখানে । জখম হন পাঁচজন । তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর দু'জনকে ছেড়ে দেওয়া হলেও এক মহিলা-সহ বাকিরা এখনও চিকিৎসাধীন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন :আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তাল আমডাঙা