নিউটাউন, 14 ডিসেম্বর : 7 ঘণ্টার মধ্যে অপহরণের কিনারা করল নিউটাউন থানার পুলিশ । মণিপুরের মুখ্যমন্ত্রীর মাসতুতো ভাই টংব্রন সিং ও তাঁর আপ্ত সহায়ক মৈরংথেম সান্তা সিংকে শুক্রবার দুপুরে অপহরণের অভিযোগ ওঠে । সেই অভিযোগের ভিত্তিতে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ । অভিযুক্তদের বেনিয়াপুকুর ও পার্কস্ট্রিট এলাকা থেকে শুক্রবার আটক করা হয় । পরে শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2 লাখ টাকা, অপহরণে ব্যবহৃত গাড়ি ও তিনটি নকল পিস্তল ।
কলকাতায় অপহরণের পর উদ্ধার মণিপুরের মুখ্যমন্ত্রীর মাসতুতো ভাই, ধৃত 5 - মণিপুরেরে মুখ্যমন্ত্রী
টংব্রন লুখই সিং নিউটাউনের একটি বহুতল ফ্ল্যাটে থাকতেন । শুক্রবার দুপুরে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ফ্ল্যাটে যায় । নিজেদের CID অফিসার পরিচয় দেয় । ফ্ল্যাটের কয়েকটি ঘরেও তল্লাশি চালায় তারা । টংব্রন লুখই ও তাঁর আপ্ত সহায়কের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়িতে করে তুলে নিয়ে যায় তারা ।
জানা গিয়েছে টংব্রন লুখই সিং নিউটাউনের একটি বহুতল ফ্ল্যাটে থাকতেন । শুক্রবার দুপুরে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ফ্ল্যাটে যায় । নিজেদের CID অফিসার পরিচয় দেয় । ফ্ল্যাটের কয়েকটি ঘরেও তল্লাশি চালায় তারা । টংব্রন লুখই ও তাঁর আপ্ত সহায়কের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়িতে করে তুলে নিয়ে যায় তারা । ঘটনার পর তাঁর পরিবারের তরফে নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ । শুক্রবার সন্ধেয় পাঁচ দুষ্কৃতীকে আটক করে পুলিশ । ধৃতরা হল বিনোদ রাও, মোহম্মদ রিয়াজ় আলি, ইদ্রিশ আলি, নিকি সিং ও খাইরুল রহমান ।
কলকাতার বিভিন্ন রাস্তার CCTV ফুটেজ খতিয়ে দেখে অপহরণকারীদের গাড়িটি শনাক্ত করে পুলিশ । শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ পার্কস্ট্রিট ও বেনিয়াপুকুর এলাকা থেকে ওই পাঁচ দুষ্কৃতীকে আটক করে নিউটাউন থানার পুলিশ । অন্যদিকে পার্কসার্কাস এলাকা থেকে টংব্রন লুখই সিং ও তাঁর আপ্ত সহায়ক মৈরংথেম সান্তা সিংকে উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে ওই 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে 419, 363, 364(a) ও 34 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।