বসিরহাট, 16 এপ্রিল : বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে (Illegal infiltration on Indo-Bangladesh border increasing day by day) । যার জেরে উদ্বেগ বেড়েছে বিএসএফ কর্তৃপক্ষের । পরিসংখ্যান বলছে, গত একমাসে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে এদেশে ঢোকার অপরাধে অন্তত 40 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে বিএসএফের হাতে (40 arrested from Border) ।
সূত্রের খবর, এদের বেশিরভাগকেই পাকড়াও করা হয়েছে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে । বিএসএফের তরফ থেকে আটক অনুপ্রবেশকারীদের পুলিশের হাতে তুলে দেওয়া হলে পরে গ্রেফতার করা হয়েছে প্রত্যেককে । কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্তে লাগাতার কেন অনুপ্রেবেশের ঘটনা বাড়ছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিএসএফ কর্তৃপক্ষের হাতে । ধৃতদের জেরা করে বিএসএফ জানতে পেরেছে, এদের কেউ সরাসরি সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে এ রাজ্যে আসার চেষ্টা করছিল পরিবার নিয়ে । আবার কেউ দালাল মারফত চোরাপথে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিল অন্য কোনও মতলবে । সেই মতলব বেআইনি কোনও কার্যকলাপ কিনা, তা ইতিমধ্যে খতিয়ে দেখতে শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ । বিশেষ করে জঙ্গি কার্যকলাপ কিংবা নাশকতার চক্রান্তের সঙ্গে বারবারই নাম জড়িয়েছে সীমান্ত ঘেঁষা উত্তর 24 পরগনার বসিরহাটের ।