বনগাঁ, 5 সেপ্টেম্বর: পুজোর আগেই জমিয়ে ভোজনরসিক বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ (Bangladeshi Hilsa)। দীর্ঘদিন ধরে পদ্মার ইলিশের স্বাদ পাওয়ার অপেক্ষায় ছিল বাঙালিরা। বাংলাদেশের তরফ থেকে আগেই ইলিশ পাঠানোর কথা জানানো হয়েছিল ৷ সেইমতো সোমবার পদ্মার ইলিশ পেট্রাপোল দিয়ে প্রবেশ করল ভারতে (Bangladeshi Hilsa reached Before Durga Puja) ৷ এদিন সন্ধ্যায় প্রাথমিকভাবে একটি ট্রাকে চার টন ইলিশ এসে পৌঁছয় পেট্রাপোল পার্কিংয়ে (Petrapol Port)।
রাতের দিকে আরও একটি ট্রাকে চার টন ইলিশ আসবে বলে জানিয়েছেন আমদানিকারী সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন আকারের ইলিশ এসেছে, তবে বেশিরভাগ এক থেকে দেড় কিলো ওজনের। এগুলি প্রথমে কলকাতার বাজারে যাবে। সেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারে পৌঁছবে। এগুলি ভারতীয় বাজারে কিলো প্রতি 1800 থেকে 1900 টাকা দাম হতে পারে বলে জানান তাঁরা।
প্রবীর কুমার মণ্ডল নামে এক ইলিশ প্রিয় বাঙালি বলেন, "এবছর বাজারে ইলিশের জোগান অনেকটা কম। দামও বেশি। পদ্মার ইলিশ এসেছে শুনেছি ৷ আমরা খুবই আনন্দিত। আশা করছি কম দামে আমরা পদ্মার ইলিশ খেতে পারব। ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ও ভারত সরকারকে ধন্যবাদ জানাই। পেট্রাপোলের কাস্টমস ক্লিয়ারিং এজেন্সি ফিরোজ মণ্ডল জানান, একটি ট্রাকে চার টন ইলিশ এসেছে। রাতে আরও একটি ট্রাকে চার টন ইলিশ আসবে। ধাপে ধাপে পুজোর মরশুমে মোট 2 হাজার 450 টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে আসবে।
একটি ট্রাকে করে চার টন ইলিশ ঢোকে রাজ্যে আরও পড়ুুন:পুজোর আগেই বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার 'রুপোলি শস্য'
প্রসঙ্গত, এবছর রাজ্যে বৃষ্টি কম হওয়ায় বাজারে চাহিদার তুলনায় ইলিশ কম। ফলে দামও বেশি। ইলিশ কিনতে বাজারে গিয়ে হাতে বেশ ছ্যাঁকা লেগেছিল ইলিশ প্রিয় বাঙালিদের। তাঁরা অপেক্ষায় ছিলেন পদ্মার ইলিশের। এবার ইলিশ আসার খবর পেয়ে চওড়া হাসি তাদের।