বারাসত ,10 ফেব্রুয়ারি : 90 ঘণ্টারও বেশি সময় পর অবশেষে হোমে ফিরে এল চার কিশোর। রবিবার রাত 8টা নাগাদ তারা নিজেরাই বারাসতের সরকারি হোমে ফেরে। আবাসিকরা ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হোম কর্তৃপক্ষ৷ তবে পালানোর পর এত সময় তারা কোথায় কাটিয়েছে, কেনইবা হোম থেকে পালাল তা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন হোম কর্তৃপক্ষ ৷
বারাসতের হোমে ফিরে এল 4 কিশোর - পুলিশ প্রশাসন
বারাসাত সরকারি হোম থেকে পলাতক চার কিশোর আবাসিক স্বেচ্ছায় ফিরে এল হোমে ৷ ওই চার কিশোর হোমে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হোম কর্তৃপক্ষ থেকে পুলিশ প্রশাসন ৷ পালানোর পর এত সময় তারা কোথায় কাটিয়েছে , কেনই বা তারা হোম থেকে পালিয়েছিল তা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে হোম কর্তৃপক্ষ ৷
হোম সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টা নাগাদ হোমের গ্রিল ভেঙে ও পাঁচিল টপকে পালায় ওই চার কিশোর। যার জেরে বারাসত সরকারি হোমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায় । ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন থেকে শুরু করে সমাজকল্যাণ দপ্তর । শনিবারই ওই হোমে গিয়ে সরজমিনে তদন্ত করেন জেলা নারী ও শিশু উন্নয়ন দপ্তরের সহকারি অধিকর্তা অনির্বাণ চক্রবর্তী । নিখোঁজ ডায়রিও করা হয় বারাসত থানায় ।
এরই মধ্যে রবিবার রাতে ওই চার কিশোর স্বেচ্ছায় হোমে ফিরে আসে বলে জানান সুপার মলয় চট্টোপাধ্য়ায় । প্রশ্ন উঠছে, কেন পালিয়েছিল ওই চার কিশোর ? পরিবারের জন্য মনখারাপ থেকেই কি পালানোর সিদ্ধান্ত নিয়েছিল?