পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনগাঁ পৌরসভায় নতুন মোড়, তৃণমূলে ফিরলেন 4 কাউন্সিলর - CONFIDENCE VOTE

ফিরহাদ হাকিম ও উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে শাসকদলে ফিরে গেলেন BJP-তে যোগ দেওয়া বনগাঁ পৌরসভার চার সদস্য ৷

বনগাঁ পৌরসভায় নতুন মোড়, তৃণমূলে ফিরলেন 4 কাউন্সিলর

By

Published : Aug 8, 2019, 6:02 PM IST

Updated : Aug 8, 2019, 11:50 PM IST

বনগাঁ, 8 অগাস্ট : ফের শাসকদলে ফিরে গেলেন BJP-তে যোগ দেওয়া বনগাঁ পৌরসভার চার সদস্য । ফিরহাদ হাকিম ও উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে ওই চারজন আজ শাসকদলে ফিরে আসেন ৷ ফলে 22 সদস্যের বনগাঁ পৌরসভায় এখন তৃণমূলের সদস্য সংখ্যা 13 ৷ তবে কংগ্রেস কাউন্সিলর তৃণমূলকে সমর্থন জানিয়েছেন ৷

পৌরসভার 22টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেয়েছিল 20টি আসন । CPI(M) ও কংগ্রেস একটি করে পেয়েছিল । জুনে তৃণমূল ছেড়ে 12 জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । আজ তাঁদের মধ্যে চারজন ফের শাসকদলে যোগ দেন ৷ কয়েকদিন আগে আরও একজন শাসকদলে ফিরে যান ৷

মাসদুয়েক আগে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থার আবেদন জানিয়েছিলেন 14 জন কাউন্সিলর । মহকুমা শাসকের কাছে তাঁরা আবেদন করেছিলেন । স্থানীয় প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ না করায় তৈরি হয়েছিল অচলাবস্থা । শেষে ওই 14 জন কাউন্সিলরদের মধ্যে 12 জন দিল্লিতে গিয়ে BJP-তে যোগদান করেন । তারপরই অনাস্থা ভোট চেয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে আবেদন করা হয় । অবশ্য অনাস্থা ভোটের আগেই একজন কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন ।

বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন 3 জন কাউন্সিলর । হাইকোর্ট 11 জুলাই নির্দেশ দেয় 72 ঘণ্টার মধ্যে আস্থা ভোট প্রক্রিয়া শুরু করতে হবে । তবে শেষ পর্যন্ত ঠিক হয় 16 জুলাই অনাস্থা ভোট হবে । 16 জুলাই ব্যাপক হট্টগোলের মাঝেই BJP ও তৃণমূল দুই পক্ষই দাবি করে যে আস্থা ভোটে তারা জিতেছে । এরপর আস্থা ভোটের বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা শুরু হয় । যা এখনও চলছে । রাজনৈতিক মহলের বক্তব্য, আজ চার কাউন্সিলর তৃণমূলে ফিরে যাওয়ায় শাসকদলের কাউন্সিলর সংখ্যা এখন 13 ৷ ফলে তাদের হাতেই রয়ে যাবে পৌরসভা ।

আজ চারজন দলত্যাগী কাউন্সিলরের ফের তৃণমূলে যোগদানের পরে ফিরহাদ হাকিম বলেন, "এদের ভয় দেখিয়ে BJP দলে যোগদান করিয়েছিল । কিন্তু এদের মনে মমতা ব্যানার্জির নাম লেখা আছে । আমরা ওদের পাশে আছি আশ্বাস দেওয়ায় আবার দলে ফিরে এল । আমরা আমাদের দলের কর্মীদের ফেরত নিতে রাজি আছি । কিন্তু মিরজাফরদের ফেরত নেব না ৷" তিনি আরও বলেন, বনগাঁর পর ভাটপাড়া এবং কাঁকিনাড়া ফেরত আনার লক্ষ্য হবে ৷

Last Updated : Aug 8, 2019, 11:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details