বসিরহাট , 3 ফেব্রুয়ারি : ফের বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের নাম মহম্মদ গিয়াসউদ্দিন মোল্লা,মহম্মদ ইজরায়েল,আবু বক্কর ও ইলিয়াস খান । ধৃতদের কারও কাছেই বৈধ কাগজপত্র ছিল না । সোমবার ভোররাতে টহলদারির সময় BSF জওয়ানদের হাতে ধরা পড়ে এরা । এরপর তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে ।
BSF সূত্রে জানা গেছে, আজ ভোররাতে ঘোজাডাঙা সীমান্তে টহল দিচ্ছিলেন BSF-র জওয়ানরা । তখন তাঁরা লক্ষ্য করেন, ওই চারজন ভারত-বাংলাদেশ সীমানা পেরিয়ে প্রবেশ করছে এদেশে। BSF জওয়ানদের দেখে পালানোর চেষ্টা করেন অনুপ্রবেশকারীরা । কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় তাদের ধরা পড়ে যায় BSF র হাতে । ওই চারজনই কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । এরপরই গ্রেপ্তার করা হয় তাদের । কী উদ্দেশ্যে তারা এদেশে প্রবেশ করেছিল তা জেরা করে জানার চেষ্টা করছে BSF কর্তারা । ধৃতদের প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় ।