বাগদা, 2 জুন : মদের আসরে বসে ডাকাতির পরিকল্পনা করে এক জায়গায় জড়ো হয়েছিল চার দুষ্কৃতী ৷ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করল পুলিশ । মঙ্গলবার গভীর রাতে উত্তর 24 পরগনার বাগদার বাজিতপুর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম লিমন শেখ, সমরেশ বিশ্বাস, তারক বিশ্বাস ও অনু মণ্ডল । তারা বাগদা থানার পদ্মপুকুর, চকবেয়ারা ও সলক এলাকায় বাসিন্দা । ধৃতদের কাছ থেকে একটি লোহার রড, ভোজালি, ছুরি ও চেইন উদ্ধার হয়েছে ।
দিন কয়েক আগে বাগদার একটি গোপন জায়গায় মদের আসরে বসে ডাকাতির পরিকল্পনা করে ধৃতরা । সূত্র মারফত পুলিশ জানতে পারে বাজিতপুর ব্রিজ এলাকায় তারা গভীর রাতে জড়ো হবে বলে ঠিক করেছে । সেই অনুযায়ী পুলিশের একটি দল আগে থেকেই ওই এলাকায় হাজির থেকে দুষ্কৃতীদের জন্য অপেক্ষা করছিল । ধৃতরা সেখানে জড়ো হলে পুলিশ ধৃতদের গতিবিধির উপর নজর রাখে ।
আরও পড়ুন:আলাপন অধ্যায় শেষ, নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা
পুলিশকে দেখে দুষ্কৃতীরা পালাতে গেলে তাদের তাড়া করে ধরে ফেলা হয় । জেরায় ধৃতরা ডাকাতির উদ্দেশে জড়ো হওয়ার কথা স্বীকার করে নিয়েছে । ধৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । বুধবার তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলে পুলিশ ।