পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 4 সশস্ত্র দুষ্কৃতী - 4 দুষ্কৃতী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ছয়ঘড়িয়া এলাকায় ওই 4 দুষ্কৃতীকে স্থানীয় কয়েকজন বাসিন্দা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন । অচেনা মুখ হওয়ায় তাঁরা পুলিশকে খবর দেন । পুলিশ রাতভোর ওই দুষ্কৃতী দলটিকে অনুসরণ করছিল ।

4_anti_social_arrested_in_north_24_pargan_when_they_goes_for_a_robry
ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 4 সশস্ত্র দুষ্কৃতী

By

Published : Nov 20, 2020, 7:40 PM IST

ছয়ঘড়িয়া (উত্তর 24 পরগনা), 20 নভেম্বর : ডাকাতির ছক বানচাল, আগেই গ্রেপ্তার হল 4 সশস্ত্র দুষ্কৃতী ৷ শুক্রবার ভোররাতে ওই 4 দুষ্কৃতীকে উত্তর 24 পরগনার পেট্রাপোলের ছয়ঘড়িয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ধৃত দুষ্কৃতীদের নাম কওসর মণ্ডল, বয়স 24; আবু বক্কর আলি মণ্ডল, বয়স 29; বসির হোসেন মণ্ডল, বয়স 20 বছর; এবং আবদুল আমির মণ্ডল, বয়স 24 বছর ৷ এদের সবার বাড়ি স্থানীয় জয়ন্তীপুর, নরহরিপুর ও খালিতপুরে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ছয়ঘড়িয়া এলাকায় ওই 4 দুষ্কৃতীকে স্থানীয় কয়েকজন বাসিন্দা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন । অচেনা মুখ হওয়ায় তাঁরা পুলিশকে খবর দেন । পুলিশ রাতভোর ওই দুষ্কৃতী দলটিকে অনুসরণ করছিল । শুক্রবার ভোররাতে আচমকা ওই 4 জনকে আটক করে পুলিশ । জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন উত্তর দিতে থাকে । পুলিশ তখন তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি শুরু করে । তল্লাশিতে তাদের কাছ থেকে একটি লোহার রড, একটি শাবল, একটি তলোয়ার ও একটি ভোজালি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ওই 4 দুষ্কৃতী ডাকাতি উদ্দেশ্যে এসেছিল । ধৃতদের মধ্যে কওসর মণ্ডল ওরফে প্লাবন কুখ্যাত দুষ্কৃতী । তার বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতি, ছিনতাই ও রাহাজানির বহু অভিযোগ রয়েছে। আগে কয়েকবার জেলও খেটেছে সে । জেল থেকে ছাড়া পাওয়ার পর নতুন করে দল তৈরি করে ফের সমাজবিরোধী কাজ শুরু করেছিল । ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের 7 দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details