পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HS Result 2022 : পাশ করানোর দাবিতে উচ্চমাধ্যমিক অকৃতকার্যদের পথ অবরোধ বনগাঁয় - পাশ না করালে তারা আত্মহত্যার পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে

সোমবার সকালে পাশ করানোর দাবিতে বনগাঁ বাটার মোড় এলাকায় স্কুলের সামনেই রাস্তায় বিক্ষোভে সামিল হয় কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের 37 জন ছাত্রী (37 unsuccessful HS students from same school show agitation in Bangaon)। বাটার মোড়ের পাশাপাশি যশোর রোড অবরোধ করেও চলে বিক্ষাভ ৷

HS Result
পরীক্ষার্থীর রেজাল্ট ওয়েবসাইটে অসফল দেখিয়েছে যাদের তারা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে

By

Published : Jun 13, 2022, 7:30 PM IST

বনগাঁ, 13 জুন :পাশ না-করালে আত্মহননের পথ বেছে নেবে তারা ।কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের অকৃতকার্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এমনইদাবিতে পথ অবরোধের জেরে চাঞ্চল্য বনগাঁয় ৷ সোমবার সকালে পাশ করানোর দাবিতে বনগাঁ বাটার মোড় এলাকায় স্কুলের সামনেই রাস্তায় বিক্ষোভে সামিল হয় কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের 37 জন ছাত্রী (37 unsuccessful HS students from same school show agitation in Bangaon)।

বাটার মোড়ের পাশাপাশি যশোর রোড অবরোধ করেও চলে বিক্ষাভ ৷ বিক্ষোভের কারণে স্বাভাবিকভাবেই যান চলাচল বিঘ্নিত হয়ে পড়ে ৷ বিক্ষোভকারী ছাত্রীরা জানায়, তারা খারাপ ছাত্রী নয় । ফেল করার মতো খারাপ পরীক্ষা তারা দেয়নি। তাদের আরও দাবি, স্কুলের তরফ থেকেই কিছু গন্ডগোল করা হয়েছে । তাদের পাশ করিয়ে দিতে হবে। পাশ না-করালে তারা আত্মহত্যা করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে 37 জন ছাত্রী । প্রায় আধঘণ্টা অবরোধ চলার পর স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় অকৃতকার্য ছাত্রীরা।

উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন :উচ্চমাধ্যমিক সাফল্যের আকাশছোঁয়া হারের মধ্যেও ব্যতিক্রমী দুর্গাপুরে, অকৃতকার্য একই স্কুলের 80!

এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের দাবি, এবছর স্কুল থেকে 279 জন পরিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 37 জন পরীক্ষার্থীর ফলাফল ওয়েবসাইটে অসফল দেখাচ্ছে। 20 তারিখে মার্কশিট না-আসলে কী হয়েছে, তা বোঝা সম্ভব নয়। মার্কশিট হাতে পেয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা ।

ABOUT THE AUTHOR

...view details