খড়দা, 6 জানুয়ারি:আবারও রাজ্যে উদ্ধার হল টাকা ! এবারের ঘটনাস্থল উত্তর 24 পরগনা জেলার খড়দা (Khardah Money Recovery) ৷ সূত্রের দাবি, এই এলাকার একটি ফ্ল্য়াটে অভিযান চালিয়ে নগদ 32 লক্ষ টাকা (32 Lakh Cash Recovered) বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সবথেকে বড় কথা, যে ব্যক্তির বাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে, তিনি পেশায় অধ্যাপক (Professor) ! স্থানীয় বাসিন্দারা অন্তত তেমনটাই জানেন ৷ যদিও প্রতিবেশীর সম্পর্কে এর থেকে বেশি তথ্য তাঁদের কাছে নেই ৷ তাই স্বাভাবিকভাবে শুক্রবারের এই ঘটনায় (যদিও তল্লাশি অভিযান বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় বলে দাবি) রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন এলাকাবাসী ৷
খড়দার বলরাম হাসপাতালের কাছে নাথুপাল গঙ্গার ঘাট লাগোয়া এলাকার একটি ফ্ল্যাটে থাকেন অমিতাভ দাস ৷ প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেল, নিজেকে অধ্যাপক বলে পরিচয় দিতেন অমিতাভ ৷ তবে, তিনি কোন কলেজ বা বিশ্ববিদ্য়ালয়ে পড়ান, তা জানা নেই তাঁদের ৷ ওই ফ্ল্য়াটেই থাকতেন অমিতাভর স্ত্রী ৷ তাঁর নাম বর্ণালী সাধুখাঁ ৷ এই দম্পতির একটি ছোট মেয়েও রয়েছে ৷ প্রায় দুই-আড়াই বছর আগে এঁরা এই ফ্ল্যাটটি কিনে এখানে থাকতে আসেন ৷ তারপর থেকে কারও সঙ্গে কখনও কোনও সমস্যা হয়নি ৷ এলাকায় ভদ্র পরিবার হিসাবেই পরিচিতি ছিল ৷ তবে, প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি মেলামেশাও করতেন না এই দম্পতি ৷