পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তর 24 পরগনায় খোলা হল 31টি কোয়ারানটাইন সেন্টার - coronavirus disease

উত্তর 24 পরগনার পাঁচটি মহকুমায় তৈরি হচ্ছে 31 টি কোয়ারানটাইন সেন্টার । সেই 31টি সেন্টারে থাকবে মোট 1107টি বেড । যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা হচ্ছে সেন্টারগুলি ।

Quarantine Centre
Quarantine Centre

By

Published : Mar 28, 2020, 12:53 PM IST

বারাসত, 28 মার্চ : কোরোনা মোকাবিলায় উত্তর 24 পরগনায় 31টি কোয়ারানটাইন সেন্টার খুলল জেলা প্রশাসন ৷ জেলার বিভিন্ন প্রান্তে তৈরি করা হচ্ছে একাধিক কোয়ারানটাইন সেন্টার । জেলা প্রশাসন সূত্রে জানা খবর, পাঁচটি মহকুমায় তৈরি হচ্ছে 31 টি সেন্টার । সেই 31 টি সেন্টারে থাকবে মোট 1107টি বেড । যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা হচ্ছে সেন্টারগুলি ।

উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী জানান, "রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কোরোনা ভাইরাসের সংক্রমণের জেরে জেলার বিভিন্ন প্রান্তে 31টি কোয়ারানটাইন সেন্টার তৈরির প্রস্তুতি চলছে । দ্রুত সেগুলি চালু করা হবে । কোরোনা সন্দেহভাজনদের জন্য চিকিৎসা ও খাবারের ব্যবস্থা থাকবে সেখানে ।"

কোথায় কোন কোয়ারানটাইন সেন্টারে কী ব্যবস্থা থাকবে?

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার বদরতলা - 13 টি বেড, মেরুদণ্ডী - 50 টি, শিবহাটি - 10 টি, ইটিন্ডা,পানিতর - 25 টি, চারঘাট - 20 টি, বাদুড়িয়া - 20 টি, মুরারি শাহ হাট- 20 টি, চৈতল - 14 টি, খাসবালান্দা - 40 টি, কালীনগর - 30 টি, খুলনা - 15 টি, সান্ডেলবিল - 10 টি ।

  • বারাসাত মহকুমার আমডাঙায়- 50 টি, শাসনে - 20 টি, মামুদপুরে - 30 টি, কুমড়ায় - 40 টি, দেগঙ্গায় - 50 টি, কলসুরে - 20 টি, চৌরাশিতে - 20 টি, বিড়াতে - 50 টি, কোটরায় - 40 টি, রাজারহাটে - 32 টি, রঘুনাথপুরে - 25 টি ।
  • বনগাঁ মহকুমার গোপালনগরে - 40 টি, বাগদায় - 70টি
  • ব্যারাকপুর মহকুমার শিউলিতে - 40 টি, নৈহাটি স্টেডিয়ামে - 100 টি, খড়দাহ স্টেডিয়ামে - 30 টি, টিটাগড় স্টেডিয়ামে - 100 টি, বেড করার প্রস্তুতি নেওয়া হচ্ছে ।

প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ভবিষ্যতে প্রয়োজন হলে আরও কোয়ারানটাইন ওয়ার্ডের ব্যবস্থা করা হবে । কোরোনা আক্রান্ত সন্দেহ হলে সেই ব্যক্তিকে ওই ওয়ার্ডেই রাখা হবে ।

ABOUT THE AUTHOR

...view details