বারাসত, 5 মে : হেঁটেই বাড়ি ফেরার চেষ্টা করেছিলেন ভিনরাজ্যের 31 জন শ্রমিক । কিন্তু, বারাসতের যশোর রোডে তাঁদের দেখে সন্দেহ হয় পুলিশের । জিজ্ঞাসা করতেই জানা যায়, কদম্বগাছি থেকে তাঁরা বিহারের উদ্দেশে রওনা দিয়েছেন । সেখানেই তাঁদের আটকে দেওয়া হয় । নিয়ে যাওয়া হয় রথতলা সংলগ্ন একটি মাঠে । শ্রমিকদের পরিচয় নথিভুক্ত করেন পুলিশকর্মীরা । ফের তাঁদের পাঠিয়ে দেওয়া হয় কর্মস্থানে ।
বিহারের ওই 31 জন শ্রমিক উত্তর 24 পরগনার কদম্বগাছির একটি কারখানায় কাজ করেন । কিন্তু, লকডাউনের কারণে কাজ বন্ধ । রোজগার নেই । এর ফলে আধপেটা খেয়ে দিন কাটছে । ভেবেছিলেন, দ্বিতীয় দফার লকডাউন উঠলে প্রশাসনের সহযোগিতায় বাড়ি ফিরবেন । কিন্তু, লকডাউনের মেয়াদ আরও দু'সপ্তাহ বেড়ে যাওয়ায় হেঁটেই বিহারের উদ্দেশে রওনা দেন । টাকি রোড, যশোর রোডের কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে তাঁরা বারাসতের ডাকবাংলো হয়ে মধ্যমগ্রামের দিকে যাচ্ছিলেন । সেই সময় রথতলার কাছে তাঁদের আটকান কর্তব্যরত পুলিশ কর্মীরা । সঙ্গে ব্যাগ দেখে সন্দেহ হয় তাঁদের । জিজ্ঞাসা করতেই বাড়ি ফেরার কথা জানান তাঁরা ।