বনগাঁ, 21 মে :পরিকাঠামোগত কিছু সমস্যার জন্য বনগাঁর হাসপাতালে চালু হল না অতিরিক্ত 30 টি এইচডিইউ শয্যা ৷ ফলে সংকটজনক কোভিড রোগীদের নিয়ে এখনও কলকাতাতেই ছুটতে হচ্ছে পরিজনদের ৷ বেড়ে যাচ্ছে মৃত্যুর ঝুঁকি ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের আশা, চলতি মে মাসের মধ্যেই সংশ্লিষ্ট 30 টি এইচডিইউ শয্যা চালু করা সম্ভব হবে।
উত্তর 24 পরগনা জেলায় লাগাতার বাড়ছে করোনার সংক্রমণ ৷ উদ্বেগ বাড়ছে বনগাঁতেও ৷ পাল্লা দিয়ে বাড়ছে কোভিড শয্যার চাহিদা ৷ একইসঙ্গে বাড়ছে এইচডিইউ শয্যার চাহিদাও ৷ পর্যাপ্ত শয্য়া না থাকায় অন্যত্র রেফার করতে হচ্ছে মুমূর্ষু রোগীদের ৷ শয্যা-সংকট মেটাতেই বনগাঁ মহকুমার জীবনরতন ধর হাসপাতলে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে 250 টি কোভিড শয্য়া ৷ যার মধ্যে 30 টি শয্যা বরাদ্দ ছিল এইচডিইউ-এর জন্য ৷ তবে কোভিড ওয়ার্ড চালু করা গেলেও কিছু পরিকাঠামোগত সমস্যা এবং কর্মীর অভাব থাকায় এইচডিইউ বিভাগ এখনই চালু করা সম্ভব হল না ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বনগাঁ মহকুমা হাসপাতালে এই মুহূর্তে ছ’টি এইচডিইউ শয্যা রয়েছে ৷ তবে সেগুলি সাধারণ রোগীদের জন্য ৷