বারাসত, 14 মে : বারাসতের ঘটনায় গাড়িতে অনৈতিকভাবে "সরকারি তিন তারা " ব্যবহার করায় ভিন রাজ্যের তিন চালককে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের নাম রাজু সিং (35), প্রণবেশ রায় (28) ও ইন্দ্রদেব যাদব (60)। রাজু ও প্রণবেশ বিহারের বাসিন্দা। ইন্দ্রদেব ঝাড়খণ্ডে থাকে। গতরাতে BJP নেতা তুহিন মণ্ডলের বাড়ি থেকে পুলিশ ওই তিন জনকে আটক করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতে তোলা হবে ।
বিধি ভেঙে সরকারি তিন তারা ব্যবহারের অভিযোগ, বারাসতে গ্রেপ্তার তিন চালক - north 24 pargana
অনৈতিকভাবে "সরকারি তিন তারা " ব্যবহার করায় ভিন রাজ্যের তিন চালককে গ্রেপ্তার করল পুলিশ ।বারাসতের ঘটনা ।
গতরাতে BJP-র সংগঠনিক বৈঠক চলছিল তুহিন মণ্ডল (দলের বারাসত সাংগঠনিক জেলার সম্পাদক) -এর বাড়িতে । সেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন । বহিরাগতরা তুহিন মণ্ডলের বাড়িতে অস্ত্র ও টাকা বিলি নিয়ে বৈঠক করছে, এই অভিযোগ তুলে তৃণমূলকর্মীরা তাঁর বাড়িতে হামলা চালায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বারাসত থানার পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । তারা সেখান থেকে ভিন রাজ্যের তিন গাড়ি চালককে আটক করে । এছাড়া পাঁচটি গাড়ি বাজেয়াপ্ত করে । এরমধ্যে একটি গাড়িতে "সরকারি তিন তারা " লাগানো ছিল । পুলিশের দাবি , অনৈতিকভাবে গাড়িতে ওই তিন তারা ব্যবহার করছিল ।
এবিষয়ে লোকসভা ভোটের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার অভিযোগ করেন, "ওই বাড়ি থেকে অস্ত্র ও টাকা বিলি করার পরিকল্পনা করেছিল BJP নেতৃত্ব ।" জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "বেআইনিভাবে তিন তারা ব্যবহার করার জন্য কনভয়ের পাঁচটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে । তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । গাড়িতে তল্লাশি করে টাকা বা অস্ত্র পাওয়া যায়নি।"