পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন ডাকাত, উদ্ধার ডাকাতির সামগ্রীও - আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন ডাকাত

চলতি মাসের 12 তারিখ গোপালনগর থানার ন’হাটা এলাকায় প্রাক্তন শিক্ষক নিখিলরঞ্জন তালুকদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে । সেই ঘটনায় গ্রেফতার ৷

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন ডাকাত, উদ্ধার ডাকাতির সামগ্রীও
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন ডাকাত, উদ্ধার ডাকাতির সামগ্রীও

By

Published : May 21, 2021, 2:47 PM IST

গোপালনগর, 21 মে : দুঃসাহসিক ডাকাতির কিনারা করল পুলিশ । তিনটি আগ্নেয়াস্ত্র-সহ তিনজন ডাকাতকে গ্রেফতার করা হল ৷ উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার ঘটনা ৷ উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া সামগ্রীও । ধৃতদের নাম রাজু বিশ্বাস, সুজয় বিশ্বাস ও সাগর বিশ্বাস । মঙ্গলবার নদীয়ার ধানতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 12 তারিখ গোপালনগর থানার ন’হাটা এলাকায় প্রাক্তন শিক্ষক নিখিলরঞ্জন তালুকদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে । ঘটনার তদন্তে নেমে নদীয়া জেলার এক চক্রের কথা জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা । সেই মতো মঙ্গলবার নদীয়ার ধানতলা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজু, সুজয় ও সাগরকে গ্রেফতার করে পুলিশ ।

আরও পড়ুন :অর্জুন সিংকে তলব সিআইডির

বুধবার নিজেদের হেফাজতে চেয়ে ধৃতদের বনগাঁ আদালতে তোলা হল । বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । তাদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনটি হ্যান্ডমেড রিভলবার ও 5 রাউন্ড কার্তুজ উদ্ধার করে । উদ্ধার হয়েছে খোয়া যাওয়া একটি মোবাইল ও সোনার চেন ।

ABOUT THE AUTHOR

...view details